গাজীপুরের কালীগঞ্জ উপজেলার জাংগালিয়া ইউনিয়নে “মানবতায় এগিয়ে আসুন, সুদমুক্ত সমাজ গড়–ন” এই স্লোগানে আজমতপুর মানব কল্যান ফাউন্ডেশনের শুভ উদ্বোধন করা হয়। পরে আবুল ওহাব ও হালিম শেখ দুই কাঁচামাল ব্যবসায়ীকে সুদমুক্ত ফেরতযোগ্য পুজি প্রদান করা হয়। শুক্রবার (১৮ আগস্ট) বিকেলে উপজেলার জাংগালিয়া ইউনিয়নের আজমতপুর চৌরাস্তা সংলগ্ন খান রেস্টুরেন্টে আজমতপুর মানব কল্যান ফাউন্ডেশনের সভাপতি রাশিউদ্দিনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক ওসমান গণির সঞ্চালনায় উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন- চাঁদপুর ইউপি চেয়ারম্যান ইকবাল আহমেদ খান। এ সময় বক্তব্য রাখেন-আর্টি পাচদোনা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক কফিউদ্দিন খান, ইউপি সদস্য ফারুক খান, চাঁদপুর ইউপি সদস্য মোহাম্মদ আলী, কাজী আজিমউদ্দিন কলেজ জামে মসজিদের ইমাম ও খতিব মাওঃ আব্দুল হান্নান বেলালী, আজমতপুর কেন্দ্রীয় জামে মসজিদের ইমাম নুরুদ্দিন আহম্মেদ, চৌরাস্তা জামে মসজিদের ইমাম শফিকুল ইসলাম, ব্যবসায়ী নজরুল ইসলাম খান, হাফিজউদ্দিন খান, মহসিন শেখ ও আবু তাহের খান প্রমুখ। আজমতপুর মানব কল্যান ফাউন্ডেশনের সভাপতি রাশিউদ্দিন বলেন-আমাদের সংগঠনের মাধ্যমে গরিব ও অসহয়া লোকজনকে আয়বৃদ্ধিমূলক কাজে ছোট আকারে সুদমুক্ত ফেরতযোগ্য পুজি, গরিব ও অসহায় অসুস্থ্য লোকজনকে চিকিৎসা গ্রহনের জন্য আর্থিক অনুদান, প্রকৃতিক দূর্যোগ এর সময় জরুরী মানবিক সহায়তা ও এলাকার দরিদ্র মেধাবী শিক্ষার্থীদের এককালিন শিক্ষাবৃত্তি প্রদানসহ মানব কল্যান মূলক কাজ করা হবে। আলোচনা শেষে সংগঠনের সফলতা ও দেশের শান্তি কামনা করে কাজী আজিমউদ্দিন কলেজ জামে মসজিদের ইমাম ও খতিব মাওঃ আব্দুল হান্নান বেলালী দোয়া করেন।