ভারতের বিরুদ্ধে সিরিজের প্রথম টি-টোয়েন্টি আন্তর্জাতিক ম্যাচে দুর্দান্ত ব্যাটিং করে রেকর্ড গড়েছেন আয়ারল্যান্ড দলের ব্যাটসম্যান ব্যারি ম্যাকার্থি। শুক্রবারের ওই ম্যাচে ভারত জিতলেও ব্যারি ম্যাকার্থি বিশ্বের প্রথম ব্যাটসম্যান হিসেবে টি-টোয়েন্টি আন্তর্জাতিক ক্রিকেটে আট নম্বর বা তার নিচে নেমে ব্যাট করে ফিফটি করেছেন। ডাবলিনের দ্য ভিলেজে তিন ম্যাচের টি-টোয়েন্টি আন্তর্জাতিক সিরিজের প্রথম ম্যাচে কঠিন পরিস্থিতিতে হাফ সেঞ্চুরি করে আয়ারল্যান্ডকে খাদের কিনারা থেকে তুলে আনেন ব্যারি ম্যাকার্থি।
ভারত বনাম আয়ারল্যান্ড টি টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচে স্বাগতিক আয়ারল্যান্ডের বিরুদ্ধে যখন ভারতীয় ফাস্ট বোলার এবং স্পিনাররা ধ্বংসযজ্ঞ চালাচ্ছিল, তখন ব্যারি ম্যাকার্থি ব্যাট হাতে ঝড় তোলন। তাও আবার আট নম্বরে ব্যাট করতে নেমে এমনটা করেছিলেন তিনি। ৩৩ বলে চারটি চার এবং চারটি ছক্কার সাহায্যে ৫১ রানের অপরাজিত ইনিংস খেলতে সক্ষম হন তিনি। তার স্ট্রাইক রেট ১৫৪.৫৫ ছিল। এই কারণে আয়ারল্যান্ড দল একটি সম্মানজনক স্কোরে পৌঁছাতে সক্ষম হয়েছিল। টস হেরে প্রথমে ব্যাট করতে নেমে ২০ ওভারে সাত উইকেট হারিয়ে ১৩৯ রান তুলেছিল আয়ারল্যান্ড।
এই ডানহাতি ফাস্ট বোলার তার দলের হয়ে এখন পর্যন্ত ৪২টি টি-টোয়েন্টি আন্তর্জাতিক ম্যাচ খেলেছেন। কিন্তু এদিনের আগে একবারও হাফ সেঞ্চুরি করেননি তিনি। তার সামনে জসপ্রীত বুমরাহ, প্রসিধ কৃষ্ণা এবং আর্শদীপ সিং-এর মতো ফাস্ট বোলাররা ছিলেন, কিন্তু তিনি সকলের বিরুদ্ধে আক্রমণাত্মক ক্রিকেট খেলেছিলেন এবং দলের স্কোরে গুরুত্বপূর্ণ অবদান রেখেছিলেন। আইরিশ দলের হয়ে ৩৩ বলে ৩৯ রানের ইনিংস খেলেন কার্টিস ক্যাম্ফার।
উল্লেখ্য, শুক্রবার বৃষ্টি-বিঘ্নিত প্রথম টি-টোয়েন্টিতে ডাকওয়ার্থ-লুইস পদ্ধতি ব্যবহার করে আয়ারল্যান্ডকে দুই রানে হারিয়েছে ভারত। টস জিতে জসপ্রীত বুমরাহর নেতৃত্বে দুর্দান্ত বোলিং করে ভারত এগিয়ে গিয়েছিল। ব্যারি ম্যাকার্থি (অপরাজিত ৫১) এবং কার্টিস ক্যাম্পারের (৩৯) সাথে তার হাফ সেঞ্চুরি জুটিতে ভারতের সামনে আয়ারল্যান্ড ১৪০ রানের লক্ষ্য দেয়। বৃষ্টির কারণে খেলা বন্ধ হওয়ার আগে ভারত ৬.৫ ওভারে দুই উইকেট হারিয়ে ৪৭ রান তোলে। দীর্ঘক্ষণ বৃষ্টি না থামার পর ডাকওয়ার্থ লুইস পদ্ধতিতে ভারতকে বিজয়ী ঘোষণা করা হয়।
সূত্র : হিন্দুস্তান টাইমস