রবিবার, ১৯ জানুয়ারী ২০২৫, ০৫:৩৩ অপরাহ্ন
শিরোনাম ::
স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আজ ৮৯তম জন্মবার্ষিকী নগরকান্দায় দু’গ্রামবাসীর মধ্যে সংঘর্ষ, ওসি, সাংবাদিকসহ আহত- ৩০ কালীগঞ্জে নানা সংকটে গ্রাম আদালত সুফল পেতে প্রয়োজন কার্যকরী উদ্যোগ কটিয়াদীতে তারুণ্যের উৎসব উদযাপন, ফুটবল টুর্নামেন্টের ফাইনাল ম্যাচ মুন্সীগঞ্জে লুন্ঠিত মালামালসহ ৭ ডাকাত গ্রেফতার লক্ষ্মীপুর ন্যাশনাল আইডিয়াল স্কুল এন্ড কলেজে বর্ণিল পিঠা উৎসব ছয় মাসেও উদ্ধার হয়নি নিখোঁজ অন্তঃস্বত্তা গৃহবধূ স্বপ্না হিলির রেললাইনের ধারে খেজুর রস নামাতে ব্যস্ত গাছিরা মোহাম্মদিয়া ইসলামী যুব সংঘের উদ্যোগে তাফসীরুল কোরআন মাহফিল সম্পন্ন গাইবান্ধায় ছোটবোন ও পরিবারের নিরাপত্তা চেয়ে নির্যাতিত গৃহবধূর সংবাদ সম্মেলন

সাতক্ষীরায় জামায়াতের কেন্দ্রীয় নেতা মুহাদ্দিস খালেক গ্রেপ্তার

খবরপত্র ডেস্ক:
  • আপডেট সময় রবিবার, ২০ আগস্ট, ২০২৩

বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ও সাতক্ষীরা জেলা জামায়াতের সাবেক আমির মুহাদ্দিস আব্দুল খালেককে নাশকতার মামলায় গ্রেপ্তার করেছে পুলিশ। গত শুক্রবার (১৮ আগস্ট) সাতক্ষীরা সদর উপজেলার ধলবাড়িয়া গ্রামের নিজ বাড়ির পার্শ্ববর্তী ঈদগাহের পাশ থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
মুহাদ্দিস আব্দুল খালেক সাতক্ষীরা সদর উপজেলার ধলবাড়িয়া গ্রামের মৃত আফতাব উদ্দিন সানার ছেলে।
ধলবাড়িয়া গ্রামের বাসিন্দা জামালউদ্দিন জানান, শুক্রবার স্থানীয় মসজিদে জুমার নামাজ শেষে ঈদগাহের পাশ দিয়ে হেঁটে বাড়ি ফিরছিলেন এই জামায়াত নেতা। এ সময় একদল পুলিশ তাকে ধরে নিয়ে যায়।
সাতক্ষীরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মহিদুল ইসলাম জানান, ১ আগস্ট সকালে জামায়াতে ইসলামীর সদস্যরা পূর্বপরিকল্পিত ভাবে সাতক্ষীরা শহরের আমতলা এলাকায় বিক্ষোভ মিছিল করে নারকেলতলা এলাকায় সরকারি বীজভবনে ইটপাটকেল নিক্ষেপ করে। এ ঘটনায় সাতক্ষীরা সদর থানার উপ-পরিদর্শক (এসআই) ইসমাইল হোসেন বাদী হয়ে আটক ৩২ জনসহ ৭৫ জনের নাম উল্লেখ করে অজ্ঞাতনামা আরও ২৫০ জনের বিরুদ্ধে মামলা করেন। ওই মামলায় আবদুল খালেক ৩৬ নম্বর আসামি। তিনি আরও জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে আবদুল খালেক জানিয়েছেন, তার বিরুদ্ধে ৪২টি নাশকতার মামলা রয়েছে। তবে অধিকাংশ মামলায় তিনি জামিনে রয়েছেন।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com