মঙ্গলবার, ২৬ নভেম্বর ২০২৪, ০১:২৯ পূর্বাহ্ন

মোবাইল ফোন বিস্ফোরণ ঠেকাতে কী করবেন?

আইটি ডেস্ক:
  • আপডেট সময় মঙ্গলবার, ২২ আগস্ট, ২০২৩

প্রায়ই মোবাইল ফোন বিস্ফোরণের খবর শোনা যায়। বিভিন্ন কারণে মোবাইল ফোন বিস্ফোরণ হতে পারে। পকেটে কিংবা ব্যাগে থাকা অবস্থায় যেমন বিস্ফোরণ হয়েছে, তেমনই ঘরে থেকেও হয়েছে। আচমকাই চোখের সামনে দাউদাউ করে জ্বলে উঠছে সাধের ফোনটি। এতে হতাহতের খবরও পাওয়া যায়। মোবাইল ফোন বিভিন্ন কারণে বিস্ফোরিত হতে পারে। সম্প্রতি স্মার্টফোন নির্মাতা সংস্থা অ্যাপল বেশ কিছু পরামর্শ দিয়েছেন গ্রাহকদের। আইফোন বিস্ফোরণ থেকে বাঁচতে ফোন বালিশের পাশে চার্জ দিয়ে ঘুমানোর অভ্যাস পরিবর্তন করতে বলেছেন।
এমনকি আইফোন ব্যবহারকারীদের ফোন চার্জ করার সময় সেই ডিভাইসটি ব্যবহার করার বিষয়ে সতর্ক করা হয়েছে। কারণ এতে আইফোন বা যে কোনো অ্যান্ড্রয়েড ফোনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটতে পারে। এমনকি বৈদ্যুতিক শকও লাগতে পারে আপনার।
জেনে নিন মোবাইল ফোন বিস্ফোরণ থেকে বাঁচতে যা করবেন- >> মোবাইল ফোন চার্জে দিয়ে গেম খেলা বা চ্যাটিং করবেন না। এমনকি অনেকেই ফোন চার্জে দিয়ে কথা বলেন এটিও করবেন না। >> মোবাইলে কাভার ব্যবহার করবেন না। ফোনের কাভার ব্যবহারে অনেক সময় ফোন গরম হয়ে বিস্ফোরিত হতে পারে। >> মোবাইল চার্জ দেওয়ার জন্য উন্নতমানের অথবা সার্টিফায়েড চার্জার ব্যবহার করুন।
>> ঘুমাতে যাওয়ার আগে মোবাইল ফোন চার্জে দেবেন না। মোবাইল চার্জে দিয়ে ঘুমাতে যাওয়া বিপজ্জনক। এতে মোবাইলের ক্ষতি হয় ও বিস্ফোরণ ঘটতে পারে। >> কমদামি পাওয়ার ব্যাংক ব্যবহার করবেন না। এ ধরনের পাওয়ার ব্যাংক মোবাইলের ব্যাটারি নষ্ট করে দিতে পারে। ঘটাতে পারে বিস্ফোরণ। >> অনেক সময় ধরে রোদে মোবাইল ফেলে রাখবেন না। এতে বিস্ফোরণ ঘটনার সম্ভবনা রয়েছে। >> নিম্নমানের ব্যাটারি ও ফোনে চার্জ দেয়া অবস্থায় কথা বলা বা ইন্টারনেট ব্যবহার করা থেকে বিরত থাকুন। সূত্র: মেক ইউজ অব




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com