সিরাজগঞ্জের তাড়াশে ১৫ জনের একদল কিশোরী অন্য ১০৭ জন কিশোরীর বয়ঃসন্ধীকালীন স্বাস্থ্যগত সমস্যার জরিপ করে তা স্থানীয়দের মাঝে উপস্থাপন করেছেন। গতকাল বুধবার সকালে সগুনা ইউনিয়ন পরিষদ চত্বরে এ নিয়ে এক জরিপের ফলাফল উপস্থাপন সভার আয়োজন করেন সগুনা ইউনিয়নের কুন্দইল গ্রামের কিশোরী দল। সভা পরিচালনা করেন কিশোরী দলনেত্রী খাদিজাতুল কুবরা। জরিপের ফলাফল উপস্থাপন করেন কোহেলী খাতুন। সভায় উপস্থিত হন বিভিন্ন শ্রেণি পেশার দুই শতাধিক লোকজন। এতে সভাপতিত্ব করেন স্থানীয় বেসরকারি উন্নয়ন সংস্থার পরিচালক আব্দুর রাজ্জাক রাজু। প্রধান অতিথির বক্তব্য দেন উপজেলা সমাজসেবা কর্মকর্তা এ কে এম মনিরুজ্জামান। এ সময় উপস্থিত ছিলেন গণ উন্নয়ন কেন্দ্রের সহকারী সমন্বয়ক কিশোর কুমার দাশ, সগুনা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জুলফিকার আলী ভুট্ট, তাড়াশ পৌরসভার মহিলা কাউন্সিলর রোখসানা খাতুন, পরিবর্তন সংস্থার কর্মসূচি পরিচালক গোলাম মোস্তফা প্রমূখ।