মুন্সিগঞ্জের গজারিয়ায় উপজেলা হোসেন্দী ইউনিয়ন পরিষদ কর্তৃক আয়োজিত ইসমানিরচর প্রীতি ফুটবল ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত অনুষ্ঠিত হয়েছে। গতকাল বুধবার বিকালে ৫টায় ইসমানিচর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে আয়োজিত এই খেলায় সংগঠনের দুটি দল বিভক্ত হয়ে ইসমানিচর পুর্বপাড়া বনাম ইসমানিচর জেলে পাড়া দল হিসেবে অংশ নেয়। এতে ইসমানিচর পুর্বপাড়া দল টাইব্রেকারে ৭-৬ গোলে জয়লাভ করে। প্রীতি ম্যাচের উদ্বোধন ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন হোসেন্দী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো মনিরুল হক মিঠু। ১নং ওয়ার্ডে মেম্বার মো ইলিয়াস সভাপতিত্বে ও হোসেন্দী ইউনিয়ন পরিষদের সচিব মো সেলিম রেজা পরিচালনায় বিশেষ অতিথি ছিলেন ২নং ওয়ার্ডের মেম্বার কিরন সরদার, মোঃ নজরুল ইসলাম বাদশা,মোহাম্মদ আলী মোল্লা, মো জাহাঙ্গীর হোসেন,মোঃ আনিসুল হক শাকিল, মোঃ নবী হোসেন রোকেয়া প্রধান নিশি। খেলা শেষে বিজয়ী দলের খেলোয়াড়দের হাতে ডিনার সেট ও রানারআপ দলের ডিনার সেট তুলে দেন প্রধান অতিথিবৃন্দ।