শনিবার, ২৩ নভেম্বর ২০২৪, ১১:২৯ পূর্বাহ্ন

ইউনূসকে ইস্যু করে অশুভ শক্তি মাঠে নামতে চায়: কাদের

নিজস্ব প্রতিবেদক :
  • আপডেট সময় বৃহস্পতিবার, ৭ সেপ্টেম্বর, ২০২৩

আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, তিনমাস পরে জাতীয় নির্বাচন। এ নির্বাচনকে সামনে রেখে অশুভ শক্তির নানান খেলা আছে। এরা গতবার ড. কামাল হোসেনকে নিয়ে নির্বাচন রুখতে নিজেদের অশুভ তা-ব চালিয়েছে। এবারও তারা ড. ইউনূসকে ইস্যু করে মাঠে নামতে চায়। সে খেলা ইতোমধ্যে শুরু হয়ে গেছে। ইউনূসকে নিয়ে তারা আবার ওয়ান ইলেভেনের অস্বাভাবিক সরকারের খেলায় মেতে উঠতে চায়। গতকাল বুধবার রাজধানীর ঢাকেশ্বরী জাতীয় মন্দিরে জন্মাষ্টমী উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। এ সময় ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র শেখ ফজলে নূর তাপস, ঢাকা-৭ আসনের সংসদ সদস্য হাজী মো. সেলিমসহ সনাতন ধর্মাবলম্বী নেতারা উপস্থিত ছিলেন। ওবায়দুল কাদের বলেন, যারা অসাম্প্রদায়িক মানবতাবাদে বিশ্বাস করে এবং গণতন্ত্র ও ধর্মনিরপেক্ষতা চায় তাদের আজকে শেখ হাসিনা সরকারের পাশে দাঁড়াতে হবে। শেখ হাসিনা সরকারই এ দেশে সংখ্যালঘুদের নিরাপত্তার একমাত্র গ্যারান্টি। কাজেই এ সরকারকে টিকিয়ে রাখতে হবে।
এ সময় জাতীয় হিন্দু মহাজোটের মহাসচিব অ্যাডভোকেট গোবিন্দ চন্দ্র প্রামাণিক বিষয়ে হিন্দুদের সাবধান থাকার আহ্বান জানিয়ে তিনি বলেন, আজকে দেখিতো মাঝে মাঝে উল্টাপাল্টা কথা বলার জন্য প্রমাণিক নামে একজন মাঠে আছে। এসব অশুভ শক্তিকে নিয়ে বিএনপি অশুভ খেলা খেলতে চায়। তাই সাবধান থাকবেন। ওবায়দুল কাদের বলেন, এখানে অসুরের আস্ফালন আছে। দুষ্টের সংখ্যা বেড়ে গেছে। তাই শিষ্টকে পালন করতে হবে। অশান্তির হুমকি আছে। শ্রীকৃষ্ণের উপদেশের মতো আজকে শান্তি যাতে বজায় থাকে সে ব্যাপারে আমাদের সতর্ক থাকতে হবে।
তিনি বলেন, গত সাড়ে ১৪ বছরে এটা প্রমাণ হয়েছে প্রধানমন্ত্রী শেখ হাসিনার চেয়ে সনাতন ধর্মাবলম্বীদের আর কোনো আপন মানুষ রাজনীতিতে অন্তত নেই। রাজনীতিতে মাইনরিটিবান্ধব সরকার শেখ হাসিনা সরকার। শুধু একটা বছর কুমিল্লা ও বেগমগঞ্জসহ দুই তিনটি জায়গায় বিচ্ছিন্ন ঘটনা ঘটেছে। এছাড়া আওয়ামী লীগ ক্ষমতায় থাকাকালে হিন্দু ভাই-বোনেরা নিরাপদে থাকেন। সেতুমন্ত্রী বলেন, সময় খারাপ। এবার আমি ভয় পাচ্ছি যে অশুভ শক্তি বাংলাদেশের জাতীয় নির্বাচনকে সামনে রেখে এমন কোনো ঘটনা ঘটায় কি না, যেটা হিন্দুদের সাথে এবং প্রতিবেশী ভারতের সাথে আমাদের সম্পর্কের ফাটল ধরাতে পারে। এ রকম ঘটনা রাজনৈতিক, সাম্প্রদায়িক, জঙ্গিবাদী দুর্বৃত্তরা ঘটাতে পারে। কাজেই এবার বেশি করে সতর্ক থাকতে হবে। তিনি বলেন, আমি মুসলমানসহ অন্যান্য ধর্মাবলম্বীদের বলবো এ শারদীয় দুর্গা উৎসবের অনুষ্ঠানমালায় আপনারা হিন্দু ভাইবোনদের পাশে থাকবেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকার সারা দেশে আপনাদের দুর্গাপূজার মন্ডপ, বাড়িঘর, মন্দির যাতে অশুভ শক্তি ক্ষতি করতে না পারে সে ব্যাপারে সতর্ক আছে। আমি সকলকে আহ্বান করবো হিন্দুদের পাশে আপনাদের দাঁড়াতে হবে। তাদের নিরাপত্তা দিতে হবে। তাদের জীবনের, সম্পদের, বাড়িঘরের, মন্দির-মন্ডপের নিরাপত্তা দিতে হবে। আমাদের আইনশৃঙ্খলা বাহিনী প্রধানমন্ত্রীর নির্দেশে সতর্ক রয়েছে। পাশাপাশি জনগণকে সতর্ক থাকতে হবে।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com