আফ্রিকার দেশ গ্যাবনের সামরিক সরকার সাবেক বিরোধী দলীয়য় নেতা রেমন্ড নদং সিমাকে অন্তর্র্বতী সরকারের প্রধান হিসেবে নিয়োগ করেছে। গত ৩০ আগস্ট সামরিক বাহিনী দেশটির ক্ষমতা গ্রহণ করে।
৬৮ বছর বয়স্ক অর্থনীতিবিদ সিমা ছিলেন পদচ্যুৎ প্রেসিডেন্ট আলী বঙ্গোর কঠোর সমালোচক। তিনি বঙ্গোর আমালে ২০১২-২০১৪ সময়কালে প্রধানমন্ত্রীর দায়িত্ব পালন করেছেন। তিনি তারপর পদত্যাগ করেন। এরপর ২০১৬ সালে তিনি প্রেসিডেন্ট পদে তার বিরুদ্ধে লড়াই করেন। চলতি বছরও সম্মিলিত বিরোধী দলের প্রার্থী হিসেবে তিনি প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন। গ্যাবনের নতুন সামরিক শাসক জেনারেল ব্রিস ওলিগুই নগুইমেরা বৃহস্পতিবার রাষ্ট্রীয় টিভিতে নতুন প্রধানমন্ত্রী নিয়োগের কথা ঘোষণা করেন। উল্লেখ্য, নগুইমেরা সোমবার দেশটির অন্তর্র্বতী প্রেসিডেন্ট হিসেবে শপথ গ্রহণ করেছেন। তিনি ওই সময় ‘অবাধ, স্বচ্ছ ও বিশ্বাসযোগ্য নির্বাচন’ আয়োজনের প্রতিশ্রুতি দিয়েছিলেন। তবে তিনি কোনো সময়কাঠামো দেননি। বঙ্গো ২০০৯ সালে তার বাবা ওমর বঙ্গোর উত্তরসূরী হয়েছিলেন। আর ওমর এর আগে আফ্রিকার খনিজসম্পদে সমৃদ্ধ দেশটি ৪২ বছর শাসনকাজ পরিচালনা করেছিলেন।
গ্যাবনেরটিসহ গত তিন বছরে পশ্চিম ও মধ্য আফ্রিকায় আটটি অভ্যুত্থান ঘটেছে। তবে নাইজার যেখানে প্রকাশ্যে ফরাসিবিরোধী অবস্থান গ্রহণ করেছে, রাশিয়ার পক্ষে অবস্থান গ্রহণ করেছে, সেখানে গ্যাবনে আন্তর্জাতিক সম্প্রদায়ের সাথে সংলাপের আহ্বান জানিয়ে আসছে। বঙ্গোকে অভ্যুত্থানের পর গৃহবন্দী করা হয়েছিল। তবে সামরিক সরকার বুধবার এক বিবৃতিতে জানিয়েছে, তিনি এখন মুক্ত এবং ইচ্ছা করলে চিকিৎসার জন্য যেকোনো দেশে যেতে পারেন। সূত্র : আল জাজিরা