বুধবার, ২২ জানুয়ারী ২০২৫, ১০:৪৩ পূর্বাহ্ন
শিরোনাম ::
বিএনপি রাষ্ট্র ক্ষমতা পেলে মানুষের কল্যাণে কাজ করবে-মাফরুজা সুলতানা সুইজারল্যান্ডে পৌঁছেছেন প্রধান উপদেষ্টা ড. ইউনূস হাফেজা আসমা খাতুনের ইন্তেকালে বাংলাদেশ কালচারাল একাডেমির শোক দেশের মেধাবী ও আদর্শবান লোকদেরকে দলে আনার জন্য নেতাকর্মীদের প্রতি আহ্বান জানিয়েছেন: তারেক রহমান গোদাগাড়ীতে টমেটো চাষে ‘নীরব বিপ্লব’ ট্রাম্পের কাছে বাস্তববাদী পদক্ষেপ আশা করছে ইরান ভূমি উপদেষ্টা হলেন আলী ইমাম মজুমদার দিন-তারিখ ঠিক করে সংস্কার করা অন্তর্র্বতী সরকারের কাজ নয়:খন্দকার মোশাররফ রাজনীতিতে স্লোগান নয়, মেধা ও বুদ্ধির প্রতিযোগিতা চলছে: ফখরুল বুকে ব্যথা নিয়ে হাসপাতালে লুৎফুজ্জামান বাবর

কালীগঞ্জে জনদুর্ভোগ লাঘবে ব্যক্তিগত অর্থায়নে ৪শ মিটার রাস্তা নির্মাণ

হুমায়ুন কবির (কালীগঞ্জ) ঝিনাইদহ
  • আপডেট সময় সোমবার, ১১ সেপ্টেম্বর, ২০২৩

গ্রামীণ খানা খন্দে ভরা মাটির একটি কাঁচা রাস্তা পাকা করে দিলেন উপজেলার নিয়ামতপুর গ্রামের মৃত শরিফুল ইসলামের ছেলে ঠিকাদার মাহবুবুর রহমান মিলন। ৪ শত মিটার রাস্তা চলাচলের উপযুক্ত না হওয়ায় ঝিনাইদের কালীগঞ্জ উপজেলার ৪ নং নিয়ামতপুর ইউনিয়ন এর ৩ নং ওয়ার্ড মহিষাডেরা গ্রামের মাঝপাড়ার মানুষগুলোকে বছরের পর বছর ধরে চরম দুর্ভোগ পোহাতে হতো। ২৪ টি গ্রাম নিয়ে নিয়ামতপুর ইউনিয়ন গঠিত। এরমধ্যে মহিষাডেরা একটি অন্যতম জনবসতিপূর্ণ গ্রাম। এই গ্রামের ৩ হাজারের অধিক ভোটার রয়েছে এবং প্রায় ৫ হাজার লোকের বসবাস এখানে। গ্রামের এই সংযোগ সড়কটি স্থানীয় জনসাধারণের গলার কাঁটায় পরিণত হয়।জনগণের দুর্ভোগের কথা জানতে পেরে ওই ইউনিয়নের বাসিন্দা মাহবুবুর রহমান মিলন রাস্তাটি চলাচলের উপযুক্ত করার উদ্যোগ গ্রহণ করেন। তিনি শুধু একজন পেশাদার ঠিকাদারই নয়; স্থানীয় রাজনীতির সাথেও জড়িত রয়েছেন। জাতীয়তাবাদী দল বিএনপি’র অঙ্গ সংগঠন যুব দলের কালিগঞ্জ উপজেলা শাখার সদস্য সচিব এবং সাবেক নিয়ামতপুর ইউনিয়ন পরিষদের ধানের শীষের চেয়ারম্যান পদপ্রার্থী মাহাবুবুর রহমান মিলন নিজ উদ্যোগে এবং অর্থায়নে স্থানীয়দের সহযোগিতায় ৪ শত মিটার রাস্তা ম্যাকাডমকরণ করে চলাচলের উপযুক্ত করে দেন। বিরোধীদলীয় একটি রাজনৈতিক দলের অঙ্গ সংগঠনের উপজেলা পর্যায়ের এই নেতার মহতি এই উদ্যোগকে স্থানীয় জনগণ এবং সুধীসমাজ সাধুবাদ জানিয়েছেন। সরোজমিনে যেয়ে দেখা যায়,মহিষাডেরা গ্রামের মাঝ পাড়ার ফায়জুর রহমান ফিরোজ খার বাড়ি থেকে আফজালের বাড়ির অভিমুখে ৪ শত মিটার কাচা রাস্তা ম্যাকাডাম করণের কাজ প্রায় সম্পন্নের পথে।সংযোগ স্থাপনকারী এই রাস্তাটি ম্যাকাডাম করার ফলে আশপাশে বসবাসকারী ৩ শত থেকে ৪ শত মানুষের দীর্ঘদিনের দুর্ভোগের অবসান হলো।গ্রামের মধ্যে ফিডার এই রাস্তাটি মূল সড়কে উঠার জন্য গুরুত্ব বহন করে। শুধু তাই নয় স্থানীয় কয়েক হাজার লোক প্রতিনিয়ত এই রাস্তাটি ব্যবহার করছেন। নানা শ্রমজীবী ও পেশাজীবী মানুষ এবং শিক্ষার্থী ও অসুস্থ রোগীদের জন্য রাস্তাটি চলাচলের উপযুক্ত হওয়ার কারণে অনেক বেশি উপকার হয়েছে বলে স্থানীয়রা জানান। মহিষাডেরা গ্রামের ভ্যানচালক মোক্তার হোসেন জানান, রাস্তাটি হওয়ার পর থেকে আজ পর্যন্ত চেয়ারম্যান মেম্বাররা কেউ এটি চলাচলের উপযুক্ত করার উদ্যোগ গ্রহণ করেননি। মিলন ভাই চেয়ারম্যান মেম্বার না হয়েও নিজ টাকা খরচ করে আমাদের জন্য এই রাস্তাটি করে দিয়েছেন।এতে করে আমাদের খুব উপকার হয়েছে। কাচা এই রাস্তাটি কারণে আগে যে কি দুর্ভোগ পোহাতে হয়েছে এই এলাকার মানুষের, তা বলে বোঝানো যাবে না।আমার মতো ভ্যানচালকদের ভ্যান নিয়ে বৃষ্টির সময় বাড়ি থেকে বের হওয়া এবং ঢোকা খুব কষ্ট হতো। এখন আর ওই কষ্ট আমাদের থাকলো না। কালীগঞ্জ উপজেলা জাতীয়তাবাদী দলের অঙ্গ সংগঠন যুবদলের উপজেলা শাখার সদস্য সচিব মাহবুবুর রহমান মিলনের নিকট নিজ অর্থায়নে ৪ শত মিটার রাস্তা ম্যাকাডাম করণের ব্যাপারে জানতে চাইলে তিনি বলেন,রাজনীতি করার সুবাদে ইউনিয়নের প্রত্যেকটি গ্রামের নানা শ্রেণী-পেশার মানুষের সাথে আমার একটি আত্মিক সম্পর্ক রয়েছে। আমি ইউনিয়নবাসীর সামাজিক ও সামষ্টিক ব্যাপারগুলোর খোঁজ-খবর রাখার চেষ্টা করি। তারই ধারাবাহিকতায় মহিষাডেরা গ্রামের মানুষের জনদুর্ভোগের কথা চিন্তা করে স্থানীয় লোকজনের সহযোগিতায় ৪ মিটার কাঁচা রাস্তাটি চলাচলের উপযুক্ত করে দেওয়ার চেষ্টা করেছি। আমার জানামতে ইউনিয়নের বেশ কিছু এরকম কাঁচা রাস্তা রয়েছে, যা চলাচলের অনুপযুক্ত। ইচ্ছা আছে ঐসব রাস্তাগুলো ধারাবাহিকভাবে এলাকাবাসীর সহযোগিতায় আমার সামর্থ্য অনুযায়ী চলাচলের উপযুক্ত করে দেবো ইনশাল্লাহ।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com