শনিবার, ১৮ জানুয়ারী ২০২৫, ০৩:৫৬ অপরাহ্ন

ভারতের নামবদল ইস্যু : গত ১০০ বছরে যেসব দেশের নামে বদল এসেছে

খবরপত্র ডেস্ক:
  • আপডেট সময় সোমবার, ১১ সেপ্টেম্বর, ২০২৩

ভারতের নামবদল হচ্ছে। ‘ইন্ডিয়া’র বদলে হতে চলেছে ‘ভারত’। এ নিয়ে শুরু হয়েছে ব্যাপক আলোচনা। দেশটির বিরোধী দল কংগ্রেসের একটি দাবি সেই আলোচনাকে আরো উসকে দিয়েছে। তবে এবারই যে প্রথম কোনো দেশের নামে বদল হচ্ছে, ব্যাপারটি কিন্তু একেবারেই সেরকম নয়; বরং ইতোপূর্বে বেশকিছু দেশের নাম বদল করা হয়েছে। মনে করা হচ্ছে, দেশটির নাম ‘ইন্ডিয়া’ থেকে বদলে ‘ভারত’ করার প্রস্তাব আনতে পারে ক্ষমতাসীন মোদি সরকার। চলতি মাসের শেষে বিশেষ অধিবেশন ডেকেছে কেন্দ্রীয় সরকার। অনুমান করা হচ্ছে, তখনই আনা হতে পারে নামবদলের প্রস্তাব। এসবের মধ্যে কংগ্রেস নেতা জয়রাম রমেশ এক্স-এ লেখেন, ‘তাহলে যেটা শুনেছিলাম, সেটাই সত্যি! আগামী ৯ সেপ্টেম্বর রাষ্ট্রপতি ভবনে জি২০ নেতাদের নৈশভোজের আমন্ত্রণপত্রে লেখা হয়েছে, ‘প্রেসিডেন্ট অফ ভারত’। অথচ চিরাচরিতভাবে ‘প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া’ লেখাই নিয়ম।’
বিজেপি-বিরোধী দলগুলো যে জোট তৈরি করেছে তার নাম দেয়া হয়েছে ‘ইন্ডিয়া’। জোটে রয়েছে কংগ্রেস, তৃণমূল, শিবসেনা (উদ্ধব শিবির), এনসিপি, এসপি, জেডিইউ, ডিএমকের মতো বিজেপি-বিরোধী দল। তাদের বিশ্বাস, আগামী লোকসভা ভোটে মোদির বিজেপিকে কড়া টক্কর দিতে চলেছে এই জোট। প্রশ্ন উঠছে, সে জন্যই কি দেশের নামবদলের চিন্তা করছে মোদি সরকার! বিরোধী জোটের ‘ইন্ডিয়া’ নাম নিয়ে একাধিক বার কটাক্ষ করেছেন প্রধানমন্ত্রী মোদি-সহ বিজেপি নেতারা।
দেশের নাম ‘ভারত’ রাখা হোক বলে সমর্থন জানিয়েছেন কেন্দ্রীয় মন্ত্রী রাজীব চন্দ্রশেখর, বিজেপি নেতা হিমন্তবিশ্ব শর্মা। দক্ষিণ-পূর্ব ইউরোপ এবং পশ্চিম এশিয়ার সীমান্তে রয়েছে টার্কি, যা প্রাচ্যে ‘তুরস্ক’ নামে পরিচিত। সেই দেশের নামও বদলাতে চলেছে। ২০২২ সালের জুনে জাতিসঙ্ঘকে এই দেশ জানিয়েছে, তাদের যেন এবার থেকে ‘তুর্কিয়ে’ নামে ডাকা হয়। প্রেসিডেন্ট রজব তাইয়েব এরদোগান একটি বিবৃতি দিয়ে জানিয়েছেন নামবদলের কারণ। তিনি জানান, তার দেশের সংস্কৃতি, সভ্যতা, মূল্যবোধকে সব থেকে ভালোভাবে প্রকাশ করে নতুন নাম ‘তুর্কিয়ে’। তাই নতুন এই নামকরণ। ছিল হল্যান্ড। হলো ‘নেদারল্যান্ডস’। ডাচ সরকারের তরফ থেকে জানানো হয়েছে, বিশ্বের কাছে দেশের ভাবমূর্তি বদলাতেই এই পদক্ষেপ। নেদারল্যান্ড সরকারের একটি সূত্র জানিয়েছে, মাদকের রমরমা, দেহব্যবসার কারণে ইউরোপের এই দেশের বেশ বদনাম হয়েছিল। নেতিবাচক ভাবমূর্তি গড়ে উঠেছিল। সেই ভাবমূর্তি পরিবর্তনের কারণেই নামবদলের ভাবনা। চলতি বছরের শুরুতে ‘চেখিয়া’ হয়েছে চেক রিপাবলিক। ২০১৬ সাল থেকে এই দুই নামেই পরিচিত হচ্ছে এই দেশ। তবে এখন থেকে এই ছোট নামেই পরিচিত হতে চলেছে দেশটি।
দেশের সরকারের তরফ থেকে জানানো হয়েছে, খেলোয়াড়দের জার্সিতে এত বড় নাম লিখতে সমস্যা দেখা দিত। এই দেশে তৈরি পণ্যের গায়েও এত বড় নাম লিখতে অসুবিধা হচ্ছিল সংস্থাগুলোর। সে কারণে নামবদল। বার্মিজ সম্প্রদায়ের মানুষ ছিল দেশে সংখ্যাগুরু। সে কারণে ভারতের পূর্বের দেশটির নামও ছিল বার্মা। দেশে জোরজবরদস্তি ক্ষমতায় আসে সেনা নিয়ন্ত্রিত সরকার। গণতন্ত্রের দাবিতে বিদ্রোহ মাথাচাড়া দিয়েছিল। ১৯৮৮ সালে সেই বিদ্রোহ দমন করা হয়। এরপরই ১৯৮৯ সালে সেনাকর্তারা দেশের নাম বদলে ‘মায়ানমার’ করেন। ব্রিটিশরা ভারতের দক্ষিণে ছোট্ট দেশটির নাম রেখেছিল ‘সিলোন’। ব্রিটিশ শাসনের অবসান ঘটে। পূর্বের শাসকদের চিহ্ন মুছে ফেলতে ১৯৭২ সালে দেশটির নাম হয় শ্রীলঙ্কা। ২০১১ সালে সরকারি নথিপত্রেও ‘সিলোন’ নামটির ব্যবহার নিষিদ্ধ হয়। নাম ছিল কাম্পুচিয়া। তার ইংরেজি ‘অনুকরণ’ হলো কম্বোডিয়া। ১৯৭৬ সালে সে দেশের কমিউনিস্ট শাসকেরা দেশকে কাম্পুচিয়া বলে অভিহিত করতেন। কমিউনিস্ট শাসনের অবসান হওয়ার পর দেশের নাম বদলে সরকারি ভাবে ‘কম্বোডিয়া’ রাখা হয়। ২০১৮ সালে আফ্রিকার দক্ষিণের দেশ কিংডম অফ সোয়াজিল্যান্ডের নাম হয় কিংডম এসওয়াতিনি। রাজা তৃতীয় এমসোয়াতি দেশের নামবদল করেন। শাসকের তরফ থেকে জানানো হয়েছিল, সুইজারল্যান্ডের সাথে নামের মিল থাকায় সমস্যা তৈরি হচ্ছিল। সে কারণেই নামবদল। ২০১৯ সালে দক্ষিণ-পূর্ব ইউরোপের দেশ রিপাবলিক অফ ম্যাসিডোনিয়ার নাম বদলে রাখা হয় ‘রিপাবলিক অফ নর্থ ম্যাসিডোনিয়া’। যদিও সরকারের তরফ থেকে জানানো হয়, দেশের মানুষেরা ‘ম্যাসিডোনিয়ান’ হিসাবেই পরিচিত হবেন। এককালে পারস্য (পার্সিয়া) নামে পরিচিত ছিল। ১৯৩৫ সালে ক্ষমতায় আসেন সম্রাট রেজা শাহ। তখনই দেশের নাম বদলে ‘ইরান’ রাখা হয়। সম্রাটের তরফ থেকে জানানো হয়েছিল, দেশে নতুন যুগের সূচনা হতে চলেছে। তাই নামবদল। যদিও এখনো এ দেশের খাবার, শিল্প, সাহিত্য ‘পারসিক’ হিসাবেই পরিচিত।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com