বুধবার, ২২ জানুয়ারী ২০২৫, ১২:৫১ অপরাহ্ন
শিরোনাম ::
বিএনপি রাষ্ট্র ক্ষমতা পেলে মানুষের কল্যাণে কাজ করবে-মাফরুজা সুলতানা সুইজারল্যান্ডে পৌঁছেছেন প্রধান উপদেষ্টা ড. ইউনূস হাফেজা আসমা খাতুনের ইন্তেকালে বাংলাদেশ কালচারাল একাডেমির শোক দেশের মেধাবী ও আদর্শবান লোকদেরকে দলে আনার জন্য নেতাকর্মীদের প্রতি আহ্বান জানিয়েছেন: তারেক রহমান গোদাগাড়ীতে টমেটো চাষে ‘নীরব বিপ্লব’ ট্রাম্পের কাছে বাস্তববাদী পদক্ষেপ আশা করছে ইরান ভূমি উপদেষ্টা হলেন আলী ইমাম মজুমদার দিন-তারিখ ঠিক করে সংস্কার করা অন্তর্র্বতী সরকারের কাজ নয়:খন্দকার মোশাররফ রাজনীতিতে স্লোগান নয়, মেধা ও বুদ্ধির প্রতিযোগিতা চলছে: ফখরুল বুকে ব্যথা নিয়ে হাসপাতালে লুৎফুজ্জামান বাবর

জলঢাকায় চলাচলের রাস্তা বন্ধ করায় সংবাদ সম্মেলন

রিয়াদ ইসলাম জলঢাকা :
  • আপডেট সময় সোমবার, ১১ সেপ্টেম্বর, ২০২৩

নীলফামারীর জলঢাকায় পূর্র শত্রুতার জেরে এক অসহায় পরিবারের চলাচলের রাস্তা বন্ধ করে অবরুদ্ধ ও জীবন নাশের হুমকির প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছে আব্দুল জব্বার(৬৮) নামে এক ভুক্তভোগী। ১১ই সেপ্টেম্বর (সোমবার) দুপুরে পৌরসভার ৫নং ওয়ার্ড আমরুলবাড়ি সিএনজি পাম্প সংলগ্ন নিজ বাসভবনে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন ভুক্তভোগী ব্যক্তির স্ত্রী আবিতুন্নেছা(৫৫), ছেলে আল ইমরান(৩৬), আল-ইকরাম বিপ্লব চিশতী(৩১)সহ বাড়ির সকল সদস্যবৃন্দসহ প্রিন্ট মিডিয়ার সাংবাদিকবৃন্দ। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে ভুক্তভোগী আব্দুল জব্বার বলেন, বর্তমানে আমি ও আমার পরিবারবর্গের জীবন নাশের হুমকিসহ প্রতিপক্ষের নানাবিধ ষড়যন্ত্রে মানবেতর জীবনযাপন করছি। বিগত ৯ বছর পূর্বে বর্তমান এই ঠিকানায় সাড়ে তিন শতাংশ জমি ক্রয় করি। রেজিস্ট্রিকৃত দলিলে রাস্তার কথাও উল্লেখ আছে।এরপর এই জমিতে পাঁকা বাড়ী নির্মাণ করে শান্তিপূর্ণভাবে বসবাস করে আসছি এবং এলাকার গন্যমান্য সহ সব শ্রেণি পেশার মানুষের সাথে মিলে-মিশে সম্মানের সাথে দিনাতিপাত করে আসছি। শান্তিপূর্ণ বসবাসের মধ্যে গত কয়েক মাস পূর্বে আক্রেশ বসতঃ এবং প্রতিহিংসা পরায়নে আমাদের বাসার মুল ফটক গেট সংলগ্ন জায়গায় টিনসেটের বেড়া লাগিয়ে দিয়ে আমাদের বাহিরে যাওয়ার রাস্তায় প্রতিবদ্ধগতা সৃষ্টি করে একমাত্র চলাচলের রাস্তাটি বন্ধ করে দেন প্রতিবেশি আব্দুর রহমান। এ সময় আমাদের কর্মস্থলের জন্য বাহিরে যাওয়া কষ্ট সাধ্য হয়। এমতাবস্থায় আমরা ঝগড়া বিবাদে না জরিয়ে সরল মনে আইনের আশ্রয় গ্রহন করি। এ সময় প্রশাসন আমাদের যথাসাধ্য সহায়তা করেছে। এ জন্য আমরা প্রশাসনের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। অন্যদিকে আমরা যখন আইনের আশ্রয় গ্রহন করি তৎক্ষানিক তারা আরো বেপরোয়া হয়ে উঠে এবং সংঘাতপূর্ন পরিবেশ সৃষ্টি করে প্রতিপক্ষরা। প্রতিপক্ষের এমন আক্রোশপ্রসূত মনোভাব আমাদের ভীতির সৃষ্টি প্রবল করে। ফলে আমার ছোট ছেলে বাদী হয়ে জেলা বিজ্ঞ আদালতে একটি মামলা দায়ের করেন সুষ্ঠু বিচারের আশায়। যাহার নং-২৩/২০২৩ জলঢাকা ফৌঃ কাঃ বিঃ ১৩৩ ধারা মতে মামলা চলমান রয়েছে। প্রতিপক্ষের হিংসাত্মক তৎপরতা ও ক্রোধমত আক্রোশে আমিসহ আমার পরিবারবর্গ বর্তমানে উদ্বিগ্ন, উৎকন্ঠায় ও দুঃচিন্তায় দিনাতিপাত করছি। এ জন্য যে, আমার পরিবারের শান্তি বিনষ্ট করে বসতবাড়ীর চলাচলের একমাত্র রাস্তাটি টিনের বেড়া লাগিয়ে বন্ধ করে দেয় পার্শ্ববর্তী জমি বিক্রয়কারী আব্দুর রহমান। আমরা আদালতের সরনাপন্ন হলে প্রতিবেশী আব্দুর রহমান ও তার স্ত্রী সন্তানেরা আমাদের উপর চড়াও হয়ে ডাং মার করাসহ আমাদের বাড়ী ঘর ভেঙে দিবে মর্মে হুমকি দিতেছে যার ভিডিও অডিও রেকর্ড মোবাইলে ধারনসহ প্রয়োজনীয় তথ্য রয়েছে। আমরা আইনকে যথাযথ সম্মান করি। এই ঘটনার সুষ্ঠু তদন্ত সাপেক্ষে আমাদের চলাচলের রাস্তা বের করে দিয়ে দোষী ব্যক্তিতের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবী জানাচ্ছি।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com