সোমবার, ২৫ নভেম্বর ২০২৪, ১১:২৪ অপরাহ্ন

নিউজিল্যান্ড সিরিজে বিশ্রামে সাকিব-মুশফিকরা, সুযোগ পাবেন মাহমুদউল্লাহ

স্পোর্টস ডেস্ক:
  • আপডেট সময় মঙ্গলবার, ১২ সেপ্টেম্বর, ২০২৩

এশিয়া কাপ থেকে ফিরে দম ফেলার ফুসরত নেই টাইগারদের। মাঠে নেমে যেতে হবে নিউজিল্যান্ডের বিপক্ষে, ওয়ানডে সিরিজ খেলতে। বিশ্বকাপের ঠিক আগে এই সিরিজ বেশ গুরুত্বপূর্ণ বাংলাদেশের জন্যে। শুধু আত্মবিশ্বাসী হতে নয়, দল সাজাতেও বড় ভূমিকা রাখবে এই সিরিজ।
জানা গেছে নিউজিল্যান্ড সিরিজে বিশ্রাম চেয়েছেন নিয়মিত অধিনায়ক সাকিব আল হাসান। বিশ্রামে যেতে পারেন আরো একঝাঁক নিয়মিত ক্রিকেটার।মূলত টানা খেলার ধকল কমাতেই নিউজিল্যান্ড সিরিজে বিশ্রাম দেয়া হবে তাদের। তাছাড়া অন্য ক্রিকেটারদের পরখ করে নিতেও হবে সহায়ক।
আগামী ২১ সেপ্টেম্বর শুরু হবে তিন ম্যাচ ওয়ানডের এ সিরিজটি। ইতোমধ্যে সিরিজকে সামনে রেখে দল ঘোষণা করেছে নিউজিল্যান্ড। দ্বিতীয় সারির দল পাঠাচ্ছে কিইউরা। একই পথে হাঁটবে বাংলাদেশও। নিয়মিত ক্রিকেটারদের বিরতিতে পাঠিয়ে সুযোগ দেয়া হবে বিকল্পদের। যেখানে আছেন তামিম-মাহমুদুল্লাহ-মোসাদ্দেকরা। শ্রীলঙ্কার বিপক্ষে ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে এর ইশারা দিয়েছেন সাকিব। ক্রিকেটারদের যে বিশ্রাম দেয়া হতে এই প্রসঙ্গে বাংলাদেশের অধিনায়ক বলেন, ‘নিউজিল্যান্ডের বিপক্ষে ৩টি ম্যাচ আছে। সেখানে আমরা কিছু জিনিস দেখব। সবারই সুযোগ আছে।’
‘এশিয়া কাপে যারা খেলেছে তাদের মধ্যে যারা বিশ্বকাপে কনফার্ম তাদের বিশ্রাম থাকতে হবে বলে আমি মনে করি। প্র্যাকটিস ম্যাচ, ট্রাভেলিং। কারো ইনজুরি হলে সমস্যা হবে। রিপ্লেসমেন্ট নেই। এটা খুব জরুরি সবাই যেন ফিট থাকে। ইবাদত নেই। আমি আশা করব চারজনই যেন ফিট থাকে।’
ইশারা দিয়েছিলেন বিসিবি সভাপতিও। সপ্তাহখানেক এক সাক্ষাৎকারে তিনি বলেছিলেন, ‘রিয়াদের সুযোগ আছে নিউজিল্যান্ড সিরিজে দলে ফেরার। অভিজ্ঞতার একটা মূল্য আছে। সেই সিরিজে আমাদের অনেকেই খেলবে না হয়তো, ইনজুরিরও ভয় আছে অনেক। এরপরেই যেহেতু বিশ্বকাপ, আমাদের অনেক খেলোয়াড়কেই আমরা খেলাব না।’




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com