শনিবার, ১৮ জানুয়ারী ২০২৫, ০২:০৩ অপরাহ্ন

সৌদি ক্রাউন প্রিন্সের ছবি এঁকে ওমরাহর টিকিট পেলেন পাকিস্তানি শিল্পী

খবরপত্র ডেস্ক:
  • আপডেট সময় শুক্রবার, ২৯ সেপ্টেম্বর, ২০২৩

সৌদি আরবের ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমানের ছবি এঁকে ওমরাহর টিকিট উপহার পেয়েছেন পাকিস্তানি এক চিত্রশিল্পী। গত রোববার জিও নিউজ জানায়, এরই মধ্যে পাকিস্তানে নিযুক্ত সৌদি রাষ্ট্রদূত নাওয়াফ বিন সাঈদ ওই শিল্পীর কাছে টিকিটটি হস্তান্তর করেছেন। চিত্রশিল্পীর নাম ওমর জারাল। ৩৩ বছর বয়সী ওমর সেরিব্রাল পলসিতে (সিপি) আক্রান্ত। কথাবার্তা বলতে তিনি কম্পিউটার ব্যবহার করেন। রাষ্ট্রদূতের সাথে ওমরের সাক্ষাত হয় সৌদি আরবের ৯৩তম জাতীয় দিবস উপলক্ষে লাহোরে আয়োজিত একটি অনুষ্ঠানে। ওমর জারাল এরই মধ্যে বিন সালমান ছাড়াও প্রভাবশালী মুসলিম বিশ্বনেতাদের ছবি এঁকেছেন।
এই তালিকায় উল্লেখযোগ্যরা হলেন- সংযুক্ত আরব আমিরাতের প্রধানমন্ত্রী শেখ মোহাম্মদ বিন রশিদ আল মাকতুম, দুবাইয়ের ক্রাউন প্রিন্স শেখ হামদান বিন মোহাম্মদ ও তুরস্কের প্রেসিডেন্ট রজব তাইয়েব এরদোগান।
সূত্র : জিও নিউজ উর্দু




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com