মুন্সীগঞ্জ সদরে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৭তম জন্মদিন উপলক্ষ্যে আয়োজিত অনুষ্ঠানে যাওয়ার পথে জামাত-বিএনপি’র পৃষ্ঠপোষকতায় স্থানীয় জন প্রতিনিধির ছত্রছায়ায় সন্ত্রাসী বাহিনীর হামলার প্রতিবাদে উপজেলা আওয়ামী লীগের সংবাদ সম্মেলন। শনিবার বিকাল ৪ ঘটিকায় গজারিয়া প্রেসক্লাব প্রাঙ্গণে এই সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।সংবাদ সম্মেলনে বক্তব্য রাখেন মুন্সীগঞ্জ পৌর মেয়র হাজী মোহাম্মদ ফয়সাল বিপ্লব, গজারিয়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা পরিষদের চেয়ারম্যান আমিরুল ইসলাম, সা: সম্পাদক মো: মুনসুর আহম্মেদ খাঁন জিন্নাহ,জেলা যুব লীগের সভাপতি মো:শাহজাহান খাঁন,জেলা ছাত্রলীগের সভাপতি মো: ফয়সাল মৃধা, মুন্সীগঞ্জ সদর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মো:নাজমুল হাসান সোহেল প্রমুখ। সংবাদ সম্মেলনে বক্তারা জানান, প্রধানমন্ত্রীর জন্মদিন উপলক্ষ্যে জনসভায় যোগ দিতে গজারিয়া থেকে প্রায় ১০০অধিক ইঞ্জিন চালিত ট্রলারে করে নেতাকর্মীরা নদী পথে মুন্সীগঞ্জ লঞ্চঘাট এলাকায় পৌঁছালে সেখানে আগে থেকে স্থানীয় সংসদ সদস্য এড্যা: মৃণাল কান্তি দাসের লোকজন দেশীয় অস্ত্রে সজ্জিত হয়ে হামলা চালিয়ে অর্ধশতাধিক নেতা কর্মীকে আহত করে,যাদের অধিকাংশ বর্তমানে গজারিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স,মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালসহ বিভিন্ন ক্লিনিক,হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। এছাড়াও সংবাদ সম্মেলনে বক্তারা, ঘটনার সুষ্ঠু তদন্তের মাধ্যমে প্রকৃত দোষীদের আইনের আওতায় আনার জন্য ৩৬ঘন্টার আল্টিমেটাম দেওয়া হয়। তা না হলে কঠোর কর্মসূচীর ঘোষনা করা হবে।