বুধবার, ২২ জানুয়ারী ২০২৫, ০৬:০৯ পূর্বাহ্ন
শিরোনাম ::
বিএনপি রাষ্ট্র ক্ষমতা পেলে মানুষের কল্যাণে কাজ করবে-মাফরুজা সুলতানা সুইজারল্যান্ডে পৌঁছেছেন প্রধান উপদেষ্টা ড. ইউনূস হাফেজা আসমা খাতুনের ইন্তেকালে বাংলাদেশ কালচারাল একাডেমির শোক দেশের মেধাবী ও আদর্শবান লোকদেরকে দলে আনার জন্য নেতাকর্মীদের প্রতি আহ্বান জানিয়েছেন: তারেক রহমান গোদাগাড়ীতে টমেটো চাষে ‘নীরব বিপ্লব’ ট্রাম্পের কাছে বাস্তববাদী পদক্ষেপ আশা করছে ইরান ভূমি উপদেষ্টা হলেন আলী ইমাম মজুমদার দিন-তারিখ ঠিক করে সংস্কার করা অন্তর্র্বতী সরকারের কাজ নয়:খন্দকার মোশাররফ রাজনীতিতে স্লোগান নয়, মেধা ও বুদ্ধির প্রতিযোগিতা চলছে: ফখরুল বুকে ব্যথা নিয়ে হাসপাতালে লুৎফুজ্জামান বাবর

পাট বীজ উৎপাদনে এগিয়ে কালিগঞ্জ

হুমায়ুন কবির (কালীগঞ্জ) ঝিনাইদহ :
  • আপডেট সময় শনিবার, ৩০ সেপ্টেম্বর, ২০২৩

সারাদেশে ৫০ টি উপজেলায় উন্নত প্রযুক্তি নির্ভর পাট ও পাট বীজ উৎপাদন এবং সম্প্রসারণ প্রকল্প (সংশোধিত-১)এর আওতায় কালিগঞ্জ উপজেলায় উন্নত জাতের পাটের বীজ উৎপাদনের জন্য ৭৫ জন কৃষক নিজ নিজ জমিতে পাটের বীজ উৎপাদন করছেন। বীজ উৎপাদনকারী কৃষকদেরকে উপজেলা পাট অফিস থেকে প্রশিক্ষণ দেওয়া হয়। প্রশিক্ষণ শেষে প্রতিজন কৃষককে ৫ কেজি ইউরিয়া, ৩ কেজি টিএসপি, ১ কেজি এমওপি এবং ৪ কেজি জিপসাম সার এবং কীটনাশক বিনামূল্যে প্রদান করা হয়। বাংলা ভাদ্র মাস থেকে কৃষক মাঠে পাট বীজ বপন শুরু করে। পাট বীজ উৎপাদনের ক্ষেত্রে চারা রোপণ ও ছেটানো পদ্ধতিতে ১০০-১২০ দিনের মধ্যে পাট বীজ সংগ্রহ করা যায়। বিঘা প্রতি বীজের ফলন ১৫০ কেজি থেকে ১৮০ কেজি পর্যন্ত হয়ে থাকে।কৃষকদের উৎপাদিত এই পাট বীজ উপজেলা পাট অফিস থেকে সরকার নির্ধারিত মূল্য ২০০ টাকা কেজি দরে ক্রয় করে। ক্রয়কৃত এইসব বীজ আবার উপজেলার প্রকল্পের তালিকাভুক্ত কৃষকদের মাঝে বিতরণ করা হয়। ১ বিঘা জমিতে একজন কৃষকের পাট বীজ উৎপাদনে খরচ হয় ৭-৮ হাজার টাকা। কৃষক এই খরচে বিঘা প্রতি ৩০ হাজার থেকে ৩৬ হাজার পর্যন্ত পেয়ে থাকেন। উপজেলার মালিয়াট ইউনিয়নের বেথুলী গ্রামের মৃত বাবর আলী ছেলে মোহাম্মদ ওমর ফারুক তার ৬৬ শতাংশ জমিতে পাটের বীজ বপন করেন। এই কৃষকের সাথে কথা হলে তিনি বলেন, আমি নিয়মিত পাটের বীজ উৎপাদন করি। এতে করে অনেক লাভবানও হয়। গতবছর আমি সেরা পাটবীজ উৎপাদকারী কৃষক হিসেবে জেলা পাট অধিদপ্তর থেকে পুরস্কৃত হয়। এখন আমার দেখাদেখি অনেক কৃষক পাট বীজ উৎপাদনে উৎসাহী হচ্ছে। উল্লেখ্য, ২০২২-’২৩ অর্থবছরে এই উপজেলায় ৩৩ একর জমিতে ৩ টন পাট বীজ ক্রয় করার মধ্য দিয়ে সারাদেশের পাট বীজ উৎপাদনকারী উপজেলাগুলো থেকে এগিয়ে ছিল ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলা পাট অফিস। উপজেলা উপ-সহকারী পাট উন্নয়ন কর্মকর্তা মোহাম্মদ ফারুক হোসেন জানান, পার্শ্ববর্তী রাষ্ট্র ভারতের নি¤œ জাতের পাট বীজ ক্রয়ে কৃষকদেরকে নিরুৎসাহিত করে দেশীয় উন্নত জাতের পাট বীজ উৎপাদন করে তাদের পাট চাষে স্বাবলম্বী হাওয়া এবং দেশের সোনালী আঁশের হারানো ঐতিহ্য পুনরুদ্ধার করাই পাট বীজ উৎপাদন প্রকল্পের মুখ্য উদ্দেশ্য। এর মধ্য দিয়ে একদিকে সরকারের পাট বীজ আমদানির পরিমাণ কমছে অন্যদিকে কৃষক লাভবান হচ্ছে। একই সাথে পাট বীজে দেশ স্বাবলম্বী হচ্ছে। চলতি অর্থবছরে ৫ থেকে ৭ টন পাট বীজ উৎপাদন হবে বলে আমি আশাবাদী।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com