বুধবার, ২২ জানুয়ারী ২০২৫, ১২:৫২ অপরাহ্ন
শিরোনাম ::
বিএনপি রাষ্ট্র ক্ষমতা পেলে মানুষের কল্যাণে কাজ করবে-মাফরুজা সুলতানা সুইজারল্যান্ডে পৌঁছেছেন প্রধান উপদেষ্টা ড. ইউনূস হাফেজা আসমা খাতুনের ইন্তেকালে বাংলাদেশ কালচারাল একাডেমির শোক দেশের মেধাবী ও আদর্শবান লোকদেরকে দলে আনার জন্য নেতাকর্মীদের প্রতি আহ্বান জানিয়েছেন: তারেক রহমান গোদাগাড়ীতে টমেটো চাষে ‘নীরব বিপ্লব’ ট্রাম্পের কাছে বাস্তববাদী পদক্ষেপ আশা করছে ইরান ভূমি উপদেষ্টা হলেন আলী ইমাম মজুমদার দিন-তারিখ ঠিক করে সংস্কার করা অন্তর্র্বতী সরকারের কাজ নয়:খন্দকার মোশাররফ রাজনীতিতে স্লোগান নয়, মেধা ও বুদ্ধির প্রতিযোগিতা চলছে: ফখরুল বুকে ব্যথা নিয়ে হাসপাতালে লুৎফুজ্জামান বাবর

২রা অক্টোবর ঢাকায় কৃষকদলের সমাবেশে যোগ দিতে নাজিরপুর উপজেলা কৃষকদল এবং বিএনপি নেতা-কর্মীদের বাজারে বাজারে লিফলেট বিতরণ

নাজিরপুর (পিরোজপুর) প্রতিনিধি
  • আপডেট সময় রবিবার, ১ অক্টোবর, ২০২৩

পিরোজপুর জেলার নাজিরপুর উপজেলার সদর ইউনিয়ন এর দীঘিরজান বাজার সহ নাজিরপুর উপজেলার বিভিন্ন বাজারে ও বন্দরে ৩০ সেপ্টেম্বর দিনভর উপজেলা জাতীয়তাবাদী কৃষক দলের আহ্বায়ক ও জেলা কৃষক দলের যুগ্ম আহ্বায়ক হেদায়েতুল ইসলাম এর নেতৃত্বে বিএনপি নেতা সরদার শাফায়েত হোসেন শাহীন, বিএনপি নেতা আলমগীর হোসেন খান, বিএনপি নেতা হাজী আলতাফ হোসেন, দীঘিরজান বাজারে লিফলেট বিতরণ করেন আগামি ২রা অক্টোবর জাতীয়তাবাদী কৃষকদলের সমাবেশে। এ সময় কৃষদল নেতা লিফলেট বিতরণকালে সাধারণ মানুষকে উদ্ধুদ্ধ করে বলেন, আজ দেশের মানুষ নিত্য প্রয়োজনীয় জিনিসপত্র কিনতে গিয়ে দিশেহারা হয়ে পরছে। দেশে নিরব দুর্ভিক্ষ চলছে, সরকার জনগণের দু:খ দুর্দশা থেকে মুক্ত করতে কোন উদ্যোগ গ্রহন না করে নিজেরা ক্ষমতায় টিকে থাকতে আবারো মরিয়া হয়ে উঠেছে। ১৪ ও ১৮ সালের নিশি রাতের ভোট গ্রহনের মত কর্মকান্ডের মাধ্যমে আবারও ক্ষমতায় আসার পায়তারা করছে এবং বিএনপি নেতা-কর্মীদের বাড়ী বাড়ী পুলিশ মধ্যরাতে গিয়ে তল্লাশীর নামে মানুষকে হয়রানি করছে, এর থেকে পরিত্রান পেতে ও শান্তিপূর্ণ নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন এবং দেশের তিন তিন বারের সফল সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মুক্তি ও বিদেশে উন্নত চিকিৎসার দাবিতে কেন্দ্র ঘোষিত একদফার আন্দোলনকে বেগবান করতে আগামি ২রা অক্টোবর বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষকদলের সমাবেশে উপস্থিত হওয়ার জন্য নাজিরপুরের সাধারণ মানুষেকে আহ্বান করেন।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com