আওয়ামীলীগের ঢাকা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক মীর্জা আজম এমপি বলেছেন, বিএনপির দেওয়া সরকার পতনের আলটিমেটাম আওয়ামীলীগ রাজপথে প্রতিহত করবে। বিএনপি জামায়াত জোট এ অক্টোবর মাসে সরকার পতন ঘটানোর আল্টিমেটাম দিয়েছেন। বিএনপি জামায়াত জোট অপশক্তির অপতৎপরতা রুখে দেয়ার জন্য আমরা ধারাবাহিক ভাবে ঢাকার প্রবেশদারগুলোতে শান্তি ও উন্নয়ন সমাবেশ করবো। তারই অংশ হিসেবে ঢাকা চট্টগ্রাম ও ঢাকা সিলেট মহাসড়ক দিয়ে ঢাকার প্রবেশ পথ সোনারগাঁয়ের কাচঁপুরে শান্তি ও উন্নয়ন সমাবেশ করবো। এ সমাবেশে লক্ষাধিক লোকের সমাগম ঘটিয়ে দেখিয়ে দেবো দেশের মানুষ আওয়ামীলীগের সাথে রয়েছেন। তারা শেখ হাসিনার উন্নয়ন ও শান্তির সঙ্গে আছেন। দেশের মানুষ আবারও শেখ হাসিনাকেই প্রধানমন্ত্রী হিসেবে দেখতে চান। গতকাল সোনারগাঁয়ের কাচঁপুরে আগামী ১৩ অক্টোবর আওয়ামীলীগের শান্তি সমাবেশের মাঠ পরিদর্শন শেষে তিনি এসব কথা বলেন। তিনি আরো বলেন, এ সরকারের অতন্দ্র প্রহরী হিসেবে কাজ করবে আওয়ামীলীগ। তাই আওয়ামীলীগ অক্টোবর মাসসহ আগামী নির্বাচন পর্যন্ত এ সরকারের পাহারাদার হিসাবে রাজপথে থাকবেন। বিএনপি জামায়াত অপশক্তি যাতে আগুন সন্ত্রাস, জ্বালাও পোড়াওসহ দেশী বিদেশী ষড়যন্ত্র করে সরকারের কোন ক্ষতি করতে না পারে সে জন্য মাঠে থাকবে। বিএনপি জামায়াত অপশক্তিকে আমরা হুশিয়ার করে দিতে চাই দেশের জনগন শেখ হাসিনার শান্তি ও উন্নয়নের সঙ্গেই আছেন। আগামী ১৩ তারিখের শান্তি সমাবেশ সফল করতে স্থানীয় নেতা কর্মীদের সঙ্গে মতবিনিময় করেন আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক মীর্জা আজম এমপি। এসময় তিনি কাচঁপুরের শান্তি সমাবেশ সফল করার জন্য প্রতিটি ইউনিয়ন, জেলার সকল উপজেলা,পার্শ¦বর্তী সকল জেলা ও উপজেলার নেতাকর্মীদের উপস্থিত থাকার জন্য নির্দেশ দেন। নারায়ণগঞ্জ জেলা আওয়াামী লীগের সভাপতি আব্দুল হাইয়ের সভাপতিত্বে মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন, সাবেক সাংসদ আবদুল্লাহ আল কায়সার, জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আবু হাসনাত শহীদ মোহাম্মদ বাদল, সোনারগাঁ উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও উপজেলা চেয়ারম্যান অ্যাডভোকেট সামসুল ইসলাম ভূইয়া, জৈষ্ঠ সহ-সভাপতি প্রকৌশলী মাসুদুর রহমান মাসুম, সাংগঠনিক সম্পাদক সোহাগ রনি, আওয়ামীলীগ নেতা এইচ এম মাসুদ দুলাল, আবু জাফর চৌধুরী বিরুসহ সোনারগাঁয়ের আওয়ামীলীগের নৌকা প্রতীকে নির্বাচিত চেয়ারম্যান ও আওয়ামীলীগের নেতৃবৃন্দ।