জাতীয় সংসদের ১১৩ পটুয়াখালী-৩ (দশমিনা –গলাচিপা) আসনে আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের হাওয়া বইতে শুরু করেছে। দশমিনা ও গলাচিপা উপজেলা নিয়ে গঠিত পটুয়াখালী-৩ আসন। নির্বাচনের তফসিল ঘোষনা না হলেও সরকার দলীয় নৌকার মনোনয়নপ্রতাশী প্রার্থীরা দৌরঝাপ শুরু করেছেন নির্বাচনী এলাকা থেকে কেন্দ্রীয় হাইকমান্ড পর্যন্ত। নৌকার ঘাটি হিসেবে পরিচিত পটুয়খালী-৩ আসনের নৗকার প্রার্থী কে হচ্ছেন এ নিয়ে সাধারন ভোটারদের যেন কৌতুহলের কমতি নেই। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে ব্যস্ত প্রচার প্রচারনা আর প্রার্থীতা জানান দিতে ব্যাস্ত সময় পার করছেন মনোনয়ন প্রত্যাশিরা। এ আসনে দীর্ঘদিন থেকেই আওয়ামীলীগ ও বিএনপির মধ্যে তীব্র প্রতিদ্বন্দিতা হয়ে আসছে। দুই দলের মনোনয়ন প্রত্যাশীরা বিভিন্ন কর্মকান্ডের মাধ্যমে তাদের আব¯হান জানান দিচ্ছেন। পটুয়াখালী-৩ আসনে সরকার দলীয় মনোনয়ন পাওয়ার আলোচনায় রয়েছেন দশমিনা উপজেলা আওয়ামীলীগের প্রবীন নেতা, দীর্ঘ ২৬ বছর দলের সাধারন সম্পাদক বর্তমানে দশমিনা উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও উপজেলা পরিষদ চেয়ারম্যান জনাব আবদুর আজীজ। তাকে মনোনয়ন প্রদান করার দাবী জানিয়েছেন আওয়ামীলীগ ও সকল সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। আব্দুল আজীজ মিয়া জানান, আমাকে মনোনয়ন দিলে দলের মধ্যে কোন রকম গ্রুপিং থাকবে না। এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনার ডিজিটাল বাংলাদেশ নির্মানে সর্বাত্বক চেষ্টা চালিয়ে যাবেন। দ্ব্াদশ জাতীয় সংসদ নির্বচনে তিনি ব্যাপক ভোটের ব্যাবধানে নির্বাচিত হবেন বলে আশা প্রকাশ করেন॥