মঙ্গলবার, ২১ জানুয়ারী ২০২৫, ০১:৪৬ অপরাহ্ন

বিপদে পড়েছেন ফাহমিদা নবী

বিনোদন ডেস্ক:
  • আপডেট সময় মঙ্গলবার, ৩ অক্টোবর, ২০২৩

নন্দিত সংগীতশিল্পী ফাহমিদা নবী সোমবার (২ অক্টোবর) গভীর রাতে তার ফেসবুকে বিপদে পড়ার কথা জানান। তিনি জানান, তার দুটো ফেসবুক পেজ কে বা কারা হ্যাক করেছে। পেজ দুটোর নিয়ন্ত্রণ এখন তার কাছে নেই।
ফাহমিদা নবী একইসঙ্গে এমন সংকটের মধ্যে ফেলা হ্যাককারীর তথ্য জানতে পারলে, তাকে তা জানানোর জন্য অনুরোধও জানিয়েছেন। ফাহমিদা নবীর ভাষ্য, ‘আমি খুবই বিপদে পড়েছি। আমার দুটো পেজ কে বা কারা আমাকেই ব্লক করে দিয়েছে। আমি নিজেই ঢুকতে পারছি না। পেজ হ্যাক হয়েছে। এই মুহূর্তে এই পেজ দুটো থেকে আমি হয়ে যদি কেউ কোনো কমেন্ট বা উত্তর দেয়, বুঝে নেবেন সে আমার এই সর্বনাশ করেছে এবং দয়া করে রিপোর্ট করবেন। উদ্ধারের উপায় খুঁজছি।’ ফাহমিদা নবী জাগো নিউজকে বলেন, ‘আমাকে সবাই সাইবার ক্রাইবে পেজ দুটি উদ্ধারের জন্য সহযোগিতা নিতে বলতেছেন। এ ব্যাপারে আমি পদক্ষেপ নিচ্ছি।
নিয়মিত সংগীতচর্চার ছাড়াও ফাহমিদা নবী সোশ্যাল মিডিয়ায় বেশ সক্রিয়। তিনি তার গানের বিভিন্ন খবর ছাড়াও ফেসবুকে নিয়মিত কবিতাও প্রকাশ করেন। এদিকে ফাহমিদা নবীর কণ্ঠে সম্প্রতি প্রকাশিত হয়েছে ‘তুমি এলে তাই’ শিরোনামের একটি গান। সুলতানা নুরজাহান রোজির কথায় গানটির সুর-সংগীত করেছেন সজীব দাস। ইয়ামিন এলান গানটির ভিডিও নির্মাণ করেছেন।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com