বাংলাদেশ সরকারি কলেজে কর্মরত বে-সরকারি কর্মচারীদের চাকুরী রাজস্ব খাতে স্থানান্তর ও বহুুদিন যাবৎ অস্থায়ীভাবে কর্মরতদের ব্যতিরেকে নতুন নিয়োগ বন্ধের দাবি জানিয়ে মানববন্ধন ও ১ ঘন্টা কর্ম বিরতি করেছেন বাংলাদেশ সরকারি কলেজে কর্মরত বে-সরকারি কর্মচারী ইউনিয়ন পটুয়াখালী জেলা শাখার নেতৃবৃন্দ। সরকারি কলেজে কর্মরত বে-সরকারি কর্মচারী ইউনিয়ন পটুয়াখালী জেলা শাখার আয়োজনে ৮অক্টোবর বেলা ১১টা থেকে ১২টা পর্যন্ত মানববন্ধন ও ১ ঘন্টা কর্ম বিরতি পালন করেছে। এসময় উপস্থিত ছিলেন সরকারি কলেজে কর্মরত বে-সরকারি কর্মচারী ইউনিয়ন পটুয়াখালী জেলা শাখার আন্দোলন কমিটির উপদেষ্টা মোঃ শাহ আলম, জেলা শাখার সভাপতি মোঃ আঃ গনি খান, কলেজ শাখার সভাপতি মোঃ আবুল হোসেন, মহিলা সম্পাদিকা আসমা আক্তার, শিউলি রানী, মোঃ অলিউল্লাহ, মোঃ বেলায়েত হোসেন। বক্তরা বলেন, সরকারি কলেজে কর্মরত বে-সরকারি কর্মচারীদের চাকুরী রাজস্ব খাতে স্থানান্তর করতে হবে। চাকুরী রাজস্ব খাতে স্থানান্তরের পূর্ব পর্যন্ত সরকারি বেতন স্কেল অনুযায়ী বেতনভাতাদি প্রদান করতে হবে এবং বহুদিন যাবৎ অন্থায়ীভাবে কর্মরতদের ব্যতিরেকে নতুন নিয়োগ বন্ধ করতে হবে ও কর্মরতদের অগ্রাধিকার ভিত্তিতে নিয়োগ প্রদান করতে হবে। মানববন্ধন ও ১ ঘন্টা কর্ম বিরতি পালন করেন সরকারি কলেজে কর্মরত বে-সরকারি কর্মচারী ইউনিয়ন পটুয়াখালী জেলা শাখার আন্দোলনকারী বৃন্দ।