মঙ্গলবার, ২৬ নভেম্বর ২০২৪, ১২:২২ পূর্বাহ্ন

প্রধানমন্ত্রী ১২ নভেম্বর উদ্বোধন করবেন স্বপ্নের কক্সবাজার রেলপথ

মনির আহমদ কক্সবাজার :
  • আপডেট সময় রবিবার, ৮ অক্টোবর, ২০২৩

চট্টগ্রামের দোহাজারী থেকে কক্সবাজার পর্যন্ত ১০০ কিলোমিটারের রেললাইনের কাজ ৯০ শতাংশই সমাপ্ত হয়েছে। শতভাগ রেলপথ তৈরী সাপেক্ষে আগামী ১২ নভেম্বর উদ্বোধন করবেন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা। মাননীয় প্রধানমন্ত্রী সশরীরে উপস্থিত থেকে এই পথে ট্রেন চলাচল উদ্বোধন করবেন। গনমাধ্যমকে দেয়া বক্তব্যে এমনটিই বলেছেন রেলপথ মন্ত্রী নুরুল ইসলাম সুজন। শনিবার দেয়া সাক্ষাৎকারে রেল মন্ত্রী বলেন, ‘কক্সবাজার রেললাইন উদ্বোধনের জন্য প্রধানমন্ত্রী ১২ নভেম্বর সময় দিয়েছেন। ৯টি রেলওয়ে স্টেশন, চারটি বড় ও ৪৭টি ছোট সেতু, ১৪৯টি বক্স কালভার্ট ও ৫২টি রাউন্ড কালভার্ট নির্মাণ করা হয়েছে। এতে ৯৬টি লেভেলক্রসিং নিয়ে কক্সবাজারের রেললাইন জাতীয় রেল লাইনের সাথে সংযুক্ত হচ্ছে।’ দোহাজারী থেকে রামু হয়ে কক্সবাজার এবং রামু থেকে মিয়ানমারের অদূরে ঘুমধুম পর্যন্ত সিঙ্গেল লাইন ডুয়াল গেজ ট্র্যাক নির্মাণ প্রকল্পের কাজ ২০১০ সালে হাতে নেয় সরকার। প্রথম পর্যায়ে দোহাজারী থেকে রামু হয়ে কক্সবাজার পর্যন্ত ১০০.৮৩ কিলোমিটার সিঙ্গেল লাইন ডুয়াল গেজ রেললাইন নির্মাণ করা হচ্ছে। এরই মধ্যে প্রকল্পের ৯০ শতাংশ কাজ শেষ হয়েছে। প্রকল্পের বাকি ১০ শতাংশের কাজ শেষ করে প্রধানমন্ত্রী ১২ নভেম্বর উদ্বোধন করবেন স্বপ্নের কক্সবাজার রেলপথ।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com