রবিবার, ১৭ নভেম্বর ২০২৪, ০৭:১৯ অপরাহ্ন

ভাতার দাবিতে নার্স ও মিডওয়াইফদের মানববন্ধন

খবরপত্র ডেস্ক:
  • আপডেট সময় রবিবার, ৮ অক্টোবর, ২০২৩

নিজেদের ন্যায্য ইন্টার্ন ভাতা না পাওয়ায় কর্মবিরতি পালন ও মানববন্ধন করেছেন ডিপ্লোমা ইন্টার্ন নার্স ও ইন্টার্ন মিডওয়াইফরা।
গতকাল রোববার (৮ অক্টোবর) রাজধানীর জাতীয় প্রেস ক্লাবের সামনে এই মানববন্ধন কর্মসূচি পালন করেন তারা। মানববন্ধনে বক্তারা বলেন, আমরা বাংলাদেশ নার্সিং ও মিডওয়াইফারি কাউন্সিলের অধীনে সরকারি নার্সিং ও মিডওয়াইফারি শিক্ষাপ্রতিষ্ঠান থেকে তিন বছর মেয়াদি ‌‘ডিপ্লোমা ইন নার্সিং সায়েন্স অ্যান্ড মিডওয়াইফারি কোর্স’ সম্পন্ন করে বিভিন্ন সরকারি মেডিক্যাল কলেজ হাসপাতাল/জেলা হাসপাতাল/সদর হাসপাতালে ইন্টার্ন নার্স হিসাবে কর্মরত আছি। কোর্স কারিকুলাম অনুযায়ী ছয় মাস মেয়াদি ইন্টার্নশিপ শুরু করার জন্য স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগ থেকে প্রশাসনিক অনুমতি পায়। সে প্রেক্ষিতে এ অধিদপ্তরে ইন্টার্ন স্যালারি মঞ্জুরির জন্য ডিজিএনএম থেকে পত্র প্রেরণ করা হয়। পরে স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগ বাজেট অধিশাখায় ইন্টার্ন ভাতা বরাদ্দ ও মঞ্জুরির জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য পুনরায় অনুরোধ জানিয়ে পত্র পাঠানো হলেও এখনো পর্যন্ত আমরা আমাদের ইন্টার্ন ভাতা বাবদ কোনো বরাদ্দ পাইনি।
বক্তারা বলেন, আমাদের লগবুকের ১৪ নম্বর পৃষ্ঠার কোড অফ কনটাক্টের ১ নম্বর পয়েন্টে ইন্টার্ন ভাতার কথা উল্লেখ থাকা সত্ত্বেও আমরা কোনো ইন্টার্ন ভাতা পাচ্ছি না। ডিজিএনএম এবং বিএনএমসি বরাবর বার বার আবেদন করেও আমরা আমাদের ন্যায্য অধিকার পাইনি।
নার্সিংয়ে ৯০% স্টুডেন্ট মেয়ে এবং আমাদের সপ্তাহে ২ দিন করে মর্নিং, ইভেনিং এবং নাইট ডিউটি করতে হচ্ছে বলেও জানান বক্তারা। তারা বলেন, বর্তমানে আমাদের কোনো হোস্টেলের সুবিধা নাই। দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির বাজার, বাসা ভাড়া, থাকা-খাওয়া, যাতায়াত ইত্যাদি মিলিয়ে ৮-১০ হাজার টাকা খরচ হয়ে যায়। ইন্টার্ন ভাতা না পাওয়ায় আমাদেরকে নি¤œমানের বাসা ভাড়া নিয়ে থাকতে হচ্ছে এবং সেখানে আমাদের মেয়েদের নানা ধরনের সমস্যার সম্মুখীন হতে হচ্ছে।
তারা বলেন, পড়াশোনা শেষ করে ইন্টার্নশিপ করা অবস্থায় বাসা থেকে টাকা এনে ইন্টার্নশিপ করাটাও আমাদের জন্য কষ্টসাধ্য। ফলে আমাদের অধিকার আদায়ের লক্ষ্যে কর্মবিরতির পথ বেছে নিতে হচ্ছে। যার পরিপ্রেক্ষিতে ১ অক্টোবর থেকে সারা বাংলাদেশের সকল সরকারি ইন্টার্ন নার্সরা কর্মবিরতিতে যায়। এ অবস্থায় যতদিন পর্যন্ত ন্যায্য দাবি আদায় না হবে ততদিন অবধি সকল ইন্টার্ন নার্স ও মিডওয়াইফ তাদের কর্মবিরতি অব্যাহত রাখবে বলেও মানববন্ধন থেকে ঘোষণা দেওয়া হয়। মানববন্ধনে ডিপ্লোমা ইন্টার্ন নার্সেস অ্যাসোসিয়েশনের সভাপতি পিয়া হালদার, মহাসচিব আশিকুর রহমান অনিকসহ শতাধিক ইন্টার্ন নার্স ও ইন্টার্ন মিডওয়াইফ উপস্থিত ছিলেন।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com