মঙ্গলবার, ২১ জানুয়ারী ২০২৫, ০৪:৫১ অপরাহ্ন

নড়াইলে আনসার-ভিডিপির জেলা সমাবেশ

নড়াইল প্রতিনিধি
  • আপডেট সময় মঙ্গলবার, ১০ অক্টোবর, ২০২৩

নড়াইলে আনসার-ভিডিপির জেলা সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১০ অক্টোবর) দুপুরে আনসার-ভিডিপির জেলা কমান্ড্যান্ট কার্যালয়ে অনুষ্ঠিত সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী খুলনা রেঞ্জ’র উপ-মহাপরিচালক শাহ আহম্দ ফজলে রাব্বী। জেলা প্রশাসক মোহাম্মদ আশফাকুল হক চৌধুরীর সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী প্রধান কার্যালয়ের পরিচালক (ভিডিপি-প্রশিক্ষণ) মোহাম্মদ আমীন উদ্দিন, সিভিল সার্জন ডা: সাজেদা বেগম পলিন, অতিরিক্ত পুলিশ সুপার আনোয়ার হোসেন, পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী উজ্জল সেন। স্বাগত বক্তৃতা করেন আনসার-ভিডিপির জেলা কমান্ড্যান্ট বিকাশ চন্দ্র দাস। বেলুন, ফেষ্টুন ও পায়রা উড়িয়ে সমাবেশের উদ্বোধন করেন অতিথিবৃন্দ।সমাবেশ উপলক্ষ্যে বর্ণাঢ্য র‌্যালী জেলা কমান্ড্যান্ট কার্যালয় ও শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। সমাবেশ শেষে নারী নির্যাতন, নারী পাচার, মাদকের অপব্যবহাররোধ ও প্রাকৃতিক দূর্যোগ মোকাবেলাসহ ভালো কাজের স্বীকৃতিস্বরুপ ১৫জন ভিডিপি সদস্যকে বাইসাইকেল এবং ১৮৫জনকে ছাতা প্রদান করা হয়।জেলার ৩উপজেলার প্রায় দুইশ’ জন আনসার-ভিডিপি সদস্য সমাবেশে যোগদান করেন।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com