মঙ্গলবার, ২৬ নভেম্বর ২০২৪, ০৩:৫৯ পূর্বাহ্ন
শিরোনাম ::
ভোলার বিভিন্ন চরাঞ্চল অতিথি পাখির কলকাকলিতে মুখরিত লালমোহনে ডা. আজাহার উদ্দিন ডিগ্রি কলেজের সভাপতিকে সংবর্ধনা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে শহিদ ও আহতদের স্মরণে স্মরণসভা সিংড়ায় পরিবেশ রক্ষার্থে ৫৩৬টি ডাস্টবিন বিতরণ কাজী আজিম উদ্দিন কলেজে শিক্ষার্থীদের সাথে ছাত্রদলের ৩১ দফা নিয়ে মতবিনিময় সভা পটুয়াখালীতে শিক্ষক দম্পতি হত্যাকান্ডের মূল রহস্য উদঘাটনের দাবিতে সংবাদ সম্মেলন টুঙ্গিপাড়ায় ভিক্ষুক ও হতদরিদ্রদের আত্মকর্মসংস্থানের ব্যবস্থা করলো সমাজসেবা অফিস জুডিসিয়াল সার্ভিস কমিশনের আওতায় এনে সহায়ক কর্মচারী অন্তর্ভুক্ত ও বিচার বিভাগের আলাদা সচিবালয় গঠনের নিমিত্তে দাবি পেশ দাউদকান্দিতে সড়কের মাটি ধসে পড়ল খালে, দুর্ঘটনার আশংকা সীতাকুন্ডে বিতর্কিত মাদ্রাসা পরিচালকের করা মিথ্যা মামলার বিরুদ্ধে মানববন্ধন

বরিশালে প্রধানমন্ত্রীর উপহারের ঘর পেয়ে বদলে গেছে অসহায়দের জীবন

শামীম আহমেদ বরিশাল
  • আপডেট সময় মঙ্গলবার, ১০ অক্টোবর, ২০২৩

যাদের এক সময় ছিলোনা মাথা গোজার কোন ঠাই। থাকতো রাস্তায় রাস্তায় বা অন্যের আশ্রয়ে। শুধু তাই নয় রোদ বৃষ্টি ঝড়ের মধ্যে থাকতে হত ভয়ের মধ্যে। মাননীয় প্রধানমন্ত্রীর উপহার আশ্রয়ন প্রকল্পের ঘর পেয়ে এখন দক্ষিণাঞ্চলসহ বরিশালে অসহায় সুবিধাভোগীরা এখন স্বাবলম্বী হতে শুরু করেছেন। বাড়ির আঙ্গিনায় করেছে কৃষি খেত, লালন পালন করছে হাস, মুরগী। সৃষ্টি হয়েছে কর্মসংস্থানের। এতে খুশি সুবিধাভোগীরা। তাদের জীবনমান উন্নয়নের জন্য বরিশাল জেলা প্রশাসনের পক্ষ থেকে বিভিন্ন প্রশিক্ষন ও অর্থিক সাহয়তা দেওয়া হচ্ছে। জানা গেছে, বরিশালে ভূমিহীন-গৃহহীন প্রায় ৫হাজার ৯ শত ৩৫ জন পরিবারের মাথা গোজার ঠাই হয়েছে মাননীয় প্রধানমন্ত্রীর উপহার আশ্রয়ন প্রকল্পের ঘর পেয়ে। তারা এখন ঘরের আঙ্গিনায় করেছে কৃষি খেত,লালন-পালন করছে হাঁস-মুরগিসহ সন্তানদের পড়াশুনা কারাচ্ছে স্থানীয় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের স্কুলে। এতে খুশি ছাত্র-ছাত্রীসহ শিক্ষকরা। বরিশাল সদর উজেলার ১৩৩নং সাপানিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা রহিমা খানম বলেন, যাদের এক সময় মাথা গোজার ঠাই ছিলো না। তারা এখন আশ্রয়ন প্রকল্পের ঘর পেয়ে খুশি। পাপাশি আমাদের স্কুলেও পড়াশুনা করাচ্ছে তাদের সন্তানদের। এর জন্য মাননীয় প্রধানমন্ত্রীকে জানান ধন্যবাদ। এদিকে আশ্রয়ন প্রকল্পের ঘরে থাকা সুবিধাভোগীরা জানান, এক সময় আমাদের মাথা গোজার ঠাই ছিলো না। এখন আশ্রয়ন প্রকল্পের ঘর পেয়ে আমরা খুশি তাই প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে মনপ্রান থেকে জানাই ধন্যবাদ। বরিশাল কৃষি সম্প্রসারন অধিদপ্তরের অতিরিক্ত উপ-পরিচালক মো. রেজাউল হাসান বলেন, আশ্রয়ন প্রকল্পে থাকা সুবিধাভোগীদের মানীয় প্রধানমন্ত্রীর নির্দেশে পুষ্টি বাগনসহ চারা দিয়ে সহয়তা করে যাচ্ছে কৃষি সম্প্রসারন অধিদপ্তর। এবিষয়ে বরিশাল জেলা প্রশাসক শহিদুল ইসলাম বলেন, জীবনমানের উন্নয়নের জন্য সরকারের মাধ্যমে বিভিন্ন প্রশিক্ষন এবং ঋনদান কর্মসূচির আওতায় ভূমিহীনদের স্ববলম্বী করা হচ্ছে। বরিশাল জেলা পরিষদের চেয়ারম্যান এ.কে.এম.জাহাঙ্গীর বলেন, ভূমিহীন-গৃহহীন পরিবারকে মাননীয় প্রধানমন্ত্রীর উপহার দেওয়ার কারনে আগামী নির্বাচনে মানুষ নৌকায় মার্কায় ভোট দিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ফের ক্ষমতায় আনবে। বরিশাল জেলার ১০টি উপজেলায় প্রথম পর্যায় ১৫শত ৫৬টি, ২য় পর্যায় ৫শত ৪৯টি, ৩য় পর্যায় ১হাজার ৮শত ৫৬টি, ৪র্থ পর্যায়ে ১হাজার ৬শত ৫৪টি আশ্রয়ন প্রকল্পের মাধ্যমে ঘর দেওয়া হয়েছে।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com