ক্যাডার ভিত্তিক বৈষম্য নিরসণের দাবিতে নেত্রকোনা সরকারি মহিলা কলেজের শিক্ষকরা কর্মবিরতি পালন করছেন। তিন দিনব্যাপী কর্মবিরতি পালন শুরু হয়। বিসিএস সাধারণ শিক্ষা সমিতি নেত্রকোনা সরকারি মহিলা কলেজ ইউনিট মঙ্গলবার থেকে এ কর্মবিরতি শরু করে। প্রথম দিন বেলা সাড়ে ১০টায় কলেজ গেইটে বক্তব্য রাখেন- নেত্রকোনা সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ ও কলেজ ইউনিটের সভাপতি প্রফেসর বিধান চন্দ্র মিত্র, কলেজের সহকারী অধ্যাপক ও সাধারণ সম্পাদক নেত্রকোনা জেলা ইউনিটের সাধারণ সম্পাদক মোহাম্মদ রেজাউল করিম প্রমুখ। এ সময় অন্যদের মাঝে উপস্থিত ছিলেন কলেজের সহযোগি অধ্যাপক ও কলেজ ইউনিটের সাধারণ সম্পাদক এসএম শাখাওয়াত হোসেন, ইংরেজী বিভাগের সহযোগী অধ্যাপক মো. অনুপ সাদি, সহকারী অধ্যাপক ও কলেজ শাখা ইউনিটের কোষাধ্যক্ষ খন্দকার অলি উল্লাহ প্রমুখ। কর্মবিরতি পালনের জন্য সকল প্রকার ক্লাস ও কলেজের স্ভাবাবিক কার্যক্রম বন্ধ থাকে।