ফিলিস্তিনের গাজায় ইসরাইলি বিমান হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৭৭০ জনে দাঁড়িয়েছে। হামলায় আহত হয়েছে আরো অন্তত ৪ হাজার ফিলিস্তিনি। গতকাল মঙ্গলবার গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় এ তথ্য জানিয়েছে। মন্ত্রণালয়ের একজন মুখপাত্র জানিয়েছেন, নিহতদের মধ্যে ১৪০ জন শিশু ও ১২০ জন নারী। এছাড়া দখলকৃত পশ্চিমতীরে ১৮ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন এবং আহত হয়েছেন ১০০ জনের মতো। অপরদিকে এ যুদ্ধে এখন পর্যন্ত ৯ শতাধিক ইসরাইলি নিহতের খবর পাওয়া গেছে। গত শনিবার (৭ অক্টোবর) এক বিবৃতিতে হামাসের সামরিক শাখার প্রধান মোহাম্মদ দেইফ বলেন, সেদিন সকালে ইসরাইলে পাঁচ হাজার রকেট বর্ষণের মাধ্যমে ‘অপারেশন আল-আকসা স্টর্ম’ শুরু হয়েছে। ইসরাইলও গাজা থেকে অনুপ্রবেশের কথা স্বীকার করে এবং তাদের দেশে যুদ্ধাবস্থা জারি করে। ইসরাইল-ফিলিস্তিন যুদ্ধের শুরুর তৃতীয় দিনে সোমবার থেকে গাজাকে পুরোপুরি অবরুদ্ধ করে রেখেছে ইসরাইল। খাবার, ওষুধপত্র এমনকি খাবার পানিও ঢুকতে দেয়া হচ্ছে না সেখানে। সূত্র : আলজাজিরা