বাল্যবিয়ে নয়, বাল্যবিয়ে প্রতিরোধ করে সন্তানদের লেখাপড়া করাতে হবে। সরকার বিনাবেতনে ও বিনামূল্যে বই দিচ্ছে, উপবৃত্তি দিচ্ছে যাতে কোন শিশু অর্থ অভাবে ঝরে না পড়ে, বাল্যবিয়ের শিকার না হয়। মঙ্গলবার বিকেলে রংপুরের গঙ্গাচড়ায় মুজিব বর্ষ উপলক্ষে আশ্রয়ণ-২ প্রকল্পের বসবাসরত সুবিধা ভোগীদের জন্য যুব উন্নয়ন অধিদপ্তরের রাজস্ব কর্মসূচির আওতায় পরিচালিত অপ্রাতিষ্ঠানিক প্রশিক্ষণ কোর্সের শুভ উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথি বক্তব্যে আশ্রয়ণে বসবাসকারীদের উদ্দেশ্যে এসব কথা বলেন রংপুর জেলা প্রশাসক মোহাম্মদ মোবাশ্বের হাসান। এ সময় তিনি আশ্রয়ণে বসবাসকারী সুবিধাভোগীদের উদ্দেশ্যে আরো বলেন, সরকার আপনাদের থাকার ব্যবস্থা করেছে, কর্মমূখী প্রশিক্ষণের ব্যবস্থা করেছে। প্রশিক্ষণ পেয়ে তা যথাযথভাবে কাজে লাগাতে হবে। আপনারা স্বাবলম্বী হলে দেশ উন্নত হবে এবং সরকারের মহৎ উদ্যোগ স্বার্থক হবে। উপজেলা প্রশাসন ও যুব উন্নয়ন অধিদপ্তরের আয়োজনে গঙ্গাচড়া ইউনিয়নের নিলকচন্ড আশ্রয়ণে পারিবারিক হাঁস মুরগী পালন প্রশিক্ষণের শুভ উদ্বোধন ঘোষনা করেন জেলা প্রশাসক। এছাড়া তিনি আশ্রয়ণে গাছের চারা রোপন করেন ও আশ্রয়ণ ঘুরে দেখেন এবং বসবাসকারীদের সাথে কথা বলেন ও সমবায় অধিদপ্তর কর্তৃক আশ্রয়ণে সমবায় সমিতির সদস্যদের হাতে সমিতির নিবন্ধন পত্র তুলেন দেন। পরে জেলা প্রশাসক উপজেলা ভূমি অফিস, গঙ্গাচড়া ইউনিয়ন পরিষদ, গঙ্গাচড়া মডেল থানা, গঙ্গাচড়া সরকারি মডেল উচ্চ বিদ্যালয় ও গঙ্গাচড়া মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিদর্শন করেন। এ সময় উপজেলা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব রুহুল আমিন, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মোঃ রেজাউল করিম, উপজেলা নির্বাহী অফিসার নাহিদ তামান্না, সহকারী কমিশনার (ভূমি) নয়ন কুমার সাহা, এমপি প্রতিনিধি ও জেলা পরিষদ সদস্য মমিনুর ইসলাম, ভাইস চেয়ারম্যান সাজু আহম্মেদ লাল, মহিলা ভাইস চেয়ারম্যান রাবিয়া বেগম, গঙ্গাচড়া ইউপি চেয়ারম্যান মাজহারুল ইসলাম লেবুসহ সরকারি কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।