আসন্ন শারদীয় দুর্গাপূজা যথাযোগ্য মর্যাদায় উদযাপনের লক্ষ্যে নীলফামারীর জলঢাকা উপজেলা প্রশাসনের উদ্যোগে প্রস্তুতি মূলক সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সকাল সারে ১১ টায় উপজেলা পরিষদ হলরুমে উপজেলা নির্বাহী অফিসার মোঃ ময়নুল ইসলাম এর সভাপতিত্বে এ প্রস্তুতি মূলক সভা অনুষ্ঠিত হয়। প্রস্তুতিমূলক সভায় বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান আব্দুল ওয়াহেদ বাহাদুর,পৌর মেয়র ইলিয়াস হোসেন বাবলু,উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান গোলাম পাশা এলিচ, থানা পুলিশ পরিদর্শক (তদন্ত) দেবাশীষ কুমার রায়, উপজেলা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স কর্মকর্তা রিফাত আল মামুন, উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি প্রাণজিৎ কুমার রায় পলাশ ও সাধারণ সম্পাদক মৃত্যুঞ্জয় রায়। এসময় উপস্থিত ছিলেন উপজেলা আনছার ভিডিপি কর্মকর্তা মৌসুমি আক্তার,পৌর জাতীয় পার্টির সাধারণ সম্পাদক আনিচুর রহমান যাদু, কৈমারী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান সাদেকুল সিদ্দিকী সাদেক,জাতীয় সাংবাদিক সংস্থা জলঢাকা উপজেলা শাখার সাধারণ সম্পাদক রিয়াদ ইসলাম, উপজেলার প্রত্যেক ইউনিয়নের চেয়ারম্যানবৃন্দ, বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক বৃন্দ প্রমূখ। উপজেলা নির্বাহী অফিসার মোঃ ময়নুল ইসলাম বলেন, বাঙালির হিন্দু সম্প্রদায়ের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব সারদীয় দুর্গাপূজা। এ উৎসবে ধর্মীয় সম্প্রীতি বিনষ্ট করে দুর্গাপূজায় বিশৃংখলা ও নাশকতা মূলক কর্মকান্ড করতে না পারে এ ব্যাপারে সবাইকে সজাগ থাকার আহ্বান জানান।