শনিবার, ১৮ জানুয়ারী ২০২৫, ০৭:০৮ অপরাহ্ন

লামায় তামাক নিয়ন্ত্রণ আইন কার্যকারিতার দাবিতে সংবাদ সম্মেলন

মোঃ তৈয়ব আলী (লামা) বান্দরবান
  • আপডেট সময় রবিবার, ১৫ অক্টোবর, ২০২৩

দেশব্যাপী তামাক নিয়ন্ত্রণ আইন লঙ্ঘন তামাক কোম্পানি বেপরোয়া” শীর্ষক সংবাদ সম্মেলনের মাধ্যমে সরকারের উচ্চ মহল গুলোকে স্মারক লিপি দিয়েছে লামা এনজেড একতা মহিলা সমিতি। সহযোগিতায় ছিলেন, বাংলাদেশ তামাক বিরোধী জোট। শনিবার (১৪ অক্টোবর) বেলা ১১টায় জাতীয় তামাকমুক্ত দিবস-২০২৩ উপলক্ষে এনজেড একতা হল রুমে আয়োজিত সংবাদ সম্মেলনে প্রবন্ধ উপস্থাপন করে সংগঠনের নির্বাহী পরিচালক আনোয়ারা বেগম। সরকার ২০৪০ সালের মধ্যে দেশকে তামাকমুক্ত করতে নানা কার্যক্রম হাতে নিয়েছে। অথচ তামাক কোম্পানিগুলো সরকারের জনস্বাস্থ্য রক্ষার এই মহৎ উদ্দেশ্যকে ব্যাহত করতে নানা অপচেষ্টা চালাচ্ছেন। জনস্বাস্থ্য উন্নয়নে ২০০৫ সালে ‘ধূমপান ও তামাকজাত দ্রব্য ব্যবহার (নিয়ন্ত্রণ) আইন’ প্রণয়ন এবং সংশ্লিষ্ট বিধি জারি করা হয়। এই আইনের অন্যতম লক্ষ্য দেশে তামাকজাত দ্রব্যের ব্যবহার ক্রমান্বয়ে কমিয়ে আনা এবং নতুনদের তামাক ব্যবহারে নিরুৎসাহিত করা। মাননীয় প্রধানমন্ত্রীর প্রত্যয় অনুসারে তামাক মুক্ত বাংলাদেশ গড়ে তুলতে ক্ষতিকর তামাক পণ্যের বিজ্ঞাপন অপসারণের জন্য মোবাইল কোর্ট পরিচালনা এবং আইন লঙ্ঘনকারী তামাক কোম্পানী গুলোকে দৃষ্টান্তমূলক শাস্তির আওতায় আনার লক্ষ্যে সিভিল সার্জন এর মাধ্যমে বান্দরবান জেলা প্রশাসক বরাবর স্মারক লিপি প্রেরন করা হয়।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com