ইউটিউব বিশ্বের অন্যতম জনপ্রিয় ভিডিও স্ট্রিমিং প্ল্যাটফর্ম। সারাদিন নাটক, সিনেমা, গান সহ নানান বিনোদন উপকরণ পাওয়া যায় এখানে। অনেকে বিশ্বের বিখ্যাত শিক্ষকদের লেকচার দেখতে ও শুনতে পান। তবে শুধু বিনোদনের খোঁড়াক মেটাতেই নয়, আয়ের অন্যতম উপায় ইউটিউব। অনেকেই ইউটিউব চ্যানেল থেকে মাসে লাখ লাখ টাকা আয় করছেন। তবে জানেন কি? ইউটিউবে শর্টস নাকি দীর্ঘ ভিডিও, কোনটি থেকে বেশি আয় করা যায়? ইউটিউব চ্যানেলের ভিডিও থেকে ভালো টাকা আয় করতে হলে কমপক্ষে ১ লাখ ভিউয়ে প্রয়োজন। তবে ইউটিউব চ্যানেলের ভিডিওর ভিউ থেকে আপনার আয় মূলত নির্ভর করে আপনার ভিডিও কনটেন্টের উপর। ইউটিউব চ্যানেলের ভিডিওর ১ হাজারের উপর ভিউ হলে ১ ডলার থেকে ২৫ ডলার পর্যন্ত আয় করা যায়। অন্যদিকে ইউটিউব শর্টসে ১ হাজারের উপর ভিউ হলে ৩ ডলার থেকে আয় শুরু হয়।
যেহেতু দীর্ঘ ভিডিওর চেয়ে শর্টসে ভিউয়ার বেশি পাওয়া যায় তাই এতে ১ হাজারের উপর ভিউ হতে বেশি সময় লাগবে না। আবার শর্টসে পেমেন্টের পরিমাণও বেশি। তাই বর্তমানে ইউটিউবে শর্টসের জনপ্রিয়তা বাড়ছে। যার ফলে সাধারণ ভিডিও থেকে ইউটিউবে শর্টসে অনেক বেশি ভিউ পাওয়া যাচ্ছে। ফলে আয়ও বেশি হয় ইউটিউব শর্টসে।