বিশ্বের সর্বশ্রেষ্ঠ ও সর্ববৃহৎ সেবা সংস্থা লায়ন্স ইন্টারন্যাশনাল, জেলা ৩১৫-বি৪, বাংলাদেশের অন্তর্ভূক্ত লায়ন্স ক্লাব অব চিটাগাং ফটিকছড়ি ও লায়ন্স ক্লাব অব চিটাগাং কসমো ভ্যালীর যৌথ উদ্যোগে নারীদের জরায়ু মুখের ক্যান্সার প্রতিরোধ কল্পে ভায়া টেষ্ট ও ঠিকাদান কর্মসূচী এবং আলোচনা সভা ১৭ অক্টোবর উভয় ক্লাবের প্রেসিডেন্টদ্বয়ের উপস্থিতিতে খুলশীস্থ ইমেজ ক্লিনিকে সম্পন্ন হয়। এতে প্রধান অতিথি হিসেবে ছিলেন জেলা গভর্নর লায়ন এম.ডি.এম. মহিউদ্দিন চৌধুরী পিএমজেএফ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যথাক্রমে কেবিনেট সেক্রেটারী লায়ন মোহাম্মদ আবু বক্কর সিদ্দিকী পিএমজেএফ। রিজিয়ন চেয়ারম্যান হেড কোয়াটার লায়ন মো. জাহাঙ্গীর মিয়া, রিজিয়ন চেয়ারম্যান লায়ন মোহাম্মদ জানে আলম, রিজিয়ন চেয়ারম্যান লায়ন মো. খোরশেদ আলম, জোন চেয়ারম্যান লায়ন ইয়াছিন ফারুক, ডিস্ট্রিক্ট চেয়ারম্যান লায়ন কাজী মাহবুবুল আলম, জোন চেয়ারম্যান লায়ন মো. সেলিম সিকদার, লায়ন ইঞ্জিনিয়ার জাভেদ আবছার চৌধুরী, লায়ন মো. কামাল উদ্দিন। লায়ন মোহাম্মদ টিপু সুলতান চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি সুস্থ পৃথিবী গড়তে সকলকে সচেতন হওয়ার জন্য আহ্বান জানিয়ে বলেন একমাত্র সচেতনতাই মানুষের অকালমৃত্যু ও ঝুকিমুক্ত জীবন যাপনের জন্য সহায়ক ভূমিকা রাখে। এতে আজকের এই কর্মসূচী নারীদের জরায়ু মুখের ক্যান্সার প্রতিরোধে আরো বেশি সহায়ক ভূমিকা রাখবে বলে আশাবাদ ব্যক্ত করেন। লায়ন্স ক্লাব অব চিটাগাং ফটিকছড়ির সেক্রেটারী ও কেবিনেট সদস্য লায়ন ডা. বরুণ কুমার আচার্য (বলাই) এর সঞ্চালনায় অনুষ্ঠিত কর্মসূচিতে অন্যান্যদের মধ্যে আরো উপস্থিত ছিলেন লায়ন গাজী মো. আবু জাফর, লায়ন মো. আবুল কাশেম, লায়ন সলিল আচার্য্য, লায়ন অপু আচার্য্য, লায়ন বিপুল সরকার বিপ্লব, লায়ন রতœা আচার্য্য, টিটু চৌধুরী, ধীমান দাশ, রুবেল শীল, বিপ্লব চৌধুরী কাঞ্চন, প্যারামেডিক জেবুন নেছা। কর্মসূচীতে প্রায় শতাধিক রোগীকে চিকিৎসা সেবা ও জরায়ু ক্যান্সারের ঠিকা প্রদান করা হয়।