সোমবার, ৩০ সেপ্টেম্বর ২০২৪, ০১:২৫ পূর্বাহ্ন

চুনতিতে খালের উপর অবৈধ স্থাপনা নির্মাণ কাজ বন্ধ করলেন এসিল্যান্ড

মোহাম্মদ রাশেদ (সাতকানিয়া) চট্টগ্রাম :
  • আপডেট সময় বুধবার, ১৮ অক্টোবর, ২০২৩

চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার চুনতি ইউনিয়নের ১নং ওয়ার্ডস্থ মিরিখিল এলাকায় রাজাখালের উপর অবৈধভাবে স্থাপনা নির্মাণের খবর পেয়ে ভূমি অফিসের লোকজন পাঠিয়ে নির্মাণাধীন কাজ বন্ধ করে দিয়েছেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নাজমুল লায়েল। গত (১৫ অক্টোবর) বিকেলে লোহাগাড়া উপজেলা ভূমি অফিসের কানুনগো মিজানুর রশিদ এবং চুনতি ইউনিয়ন ভূমি অফিসের সহকারী ভূমি কর্মকর্তা মোঃ ইদ্রিস ঘটনাস্থলে গিয়ে লাল পতাকা টাঙিয়ে নির্মাণাধীন স্থাপনার কাজ বন্ধ করে দেন। জানা যায়, প্রাচীন রাজারখাল চুনতি ইউনিয়নের ১ নং ওয়ার্ডের হিন্দুপাড়া গ্রামের পাশ দিয়ে প্রবাহিত হয়েছে। হঠাৎ করে গত ১২ অক্টোবর খালের মাঝখানে মাটি দিয়ে ভরাট করে খালের উপর পাকা স্থাপনা নির্মাণ কাজ শুরু করেন একটি মহল। এতে পানি চলাচলে প্রতিবন্ধকতা সৃষ্টি হলে এলাকার বাসিন্দা ও চুনতি উচ্চ বিদ্যালয়ের শিক্ষক অসীম দাশসহ এলাকার লোকজন উপজেলা নির্বাহী অফিসারকে অবহিত করেন। ইউএনও শরীফ উল্যাহ বিষয়টি দ্রুত ব্যবস্থা নেওয়ার জন্য উপজেলা সহকারি কমিশনার(ভূমি) কে নির্দেশ দেন। তাৎক্ষণিক এসিল্যান্ড উক্ত কাজ বন্ধ করতে কানুনগো মিজানুর রশিদ এবং চুনতি ইউনিয়ন সহকারি ভূমি কর্মকর্তা মোঃ ইদ্রিসকে পাঠালে তারা সেখানে লাল পতাকা টাঙিয়ে কাজ বন্ধ করে দেন। স্থাপনাকারী মাষ্টার ফরিদ বলেন, “আমার নির্মাণাধীন স্থাপনার জায়গাটি খতিয়ান অনুযায়ী ভিন্ন দাগের, বিরোধীয় দাগের নয়। তাছাড়া বিরোধীয় জায়গা নিয়ে আব্দুল্লাহ সওদাগর নামক এক ব্যক্তির সাথে বিরোধ ছিল, যা পূর্বেই মিমাংসীত হয়ে গিয়েছে।” উপজেলা সহকারি কমিশনার (ভূমি) নাজমুল লায়েল জানান, উপজেলার চুনতি ইউনিয়নের ১নং ওয়ার্ডের মিরিখিল এলাকায় রাজাখালের উপর ফরিদুল আলম একটি স্থাপনা নির্মাণ করে দখল করছিল। স্থানীয় এলাকাবাসীরা বিষয়টি অবগত করলে জনস্বার্থে স্থাপনা নির্মাণের কাজ বন্ধ করে দেওয়া হয়েছে। জনস্বার্থে এধরণের অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com