শনিবার, ১৮ জানুয়ারী ২০২৫, ০৭:২০ অপরাহ্ন

কবিরহাটে যুবলীগের নবগঠিত কমিটির সদস্যদের সংবর্ধনা ও পূজা মন্ডপ পরিদর্শন

মো: হারুন (কবিরহাট) নোয়াখালী
  • আপডেট সময় রবিবার, ২২ অক্টোবর, ২০২৩

নোয়াখালীর কবিরহাট উপজেলা যুবলীগের আয়োজনে উপজেলার ৩ ইউনিয়নের সদ্য ঘোষিত যুবলীগ কমিটির নেতৃবৃন্দদের সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২১ অক্টোবর) বিকাল ৫টায় কবিরহাট বাজারের বঙ্গবন্ধু চত্বর সংলগ্ন ধানশালিক ভবনে এ সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে। উক্ত সংবর্ধনা অনুষ্ঠানে উপজেলা যুবলীগের সভাপতি আবু জাফর আবিরের সভাপতিত্বে উপস্থিত ছিলেন, উপজেলা যুবলীগ সাধারণ সম্পাদক নজরুল ইসলাম, যুবলীগ নেতা মাসুম, সাবেক ছাত্রলীগ নেতা শাহেদ কামাল চৌধুরী রিপন, মো: ফারুক প্রমূখ। এসময় কবিরহাট উপজেলা যুবলীগ সভাপতি-সম্পাদক স্বাক্ষরিত উপজেলার ১নং নরোত্তমপুর ইউনিয়ন যুবলীগের ১৩ সদস্য বিশিষ্ট আংশিক কমিটি, ঘোষবাগ ইউনিয়নে ১৩ সদস্য বিশিষ্ট আংশিক কমিটি ও ৩নং ধানসিঁড়ি ইউনিয়ন যুবলীগের ১৩ সদস্য বিশিষ্ট আহ্ববায়ক কমিটি এবং ধানসিঁড়ি ইউনিয়নের নবগঠিত সাংগঠনিক ১ শাখার ১৩ সদস্য বিশিষ্ট আহ্ববায়ক কমিটির নেতৃবৃন্দকে ফুলেল শুভেচ্ছা জানান উপজেলা যুবলীগ নেতৃবৃন্দ। একই সাথে নবগঠিত কমিটির নেতৃবৃন্দও উপজেলা যুবলীগের নেতৃবৃন্দকে ফুলেল শুভেচ্ছা জানান। সংবর্ধনা অনুষ্ঠান শেষে বাদ মাগরিব যুবলীগের নবগঠিত কমিটির নেতৃবৃন্দকে নিয়ে শারদীয় দূর্গা পূজা উপলক্ষে উপজেলা আওয়ামী যুবলীগের সভাপতি ও সাধারণ সম্পাদক উপজেলার বিভিন্ন পূজা মন্ডপে বাংলাদেশ আওয়ামীলীগের সাধারণ সম্পাদক, সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদেরের পক্ষ থেকে পাঠানো নগদ উপহার বিতরণ অনুষ্ঠান ও পরিদর্শনে অংশ গ্রহণ করেন। পূজা মন্ডপ পরিদর্শন অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন, নোয়াখালী জেলা আওয়ামীলীগের সাবেক সদস্য ডাঃ একেএম জাফর উল্যাহ, উপজেলা আওয়ামীলীগের সাবেক যুগ্ন সাধারণ সম্পাদক রেজাউল হক শাহিন, জেলা পরিষদের সাবেক সদস্য আলাবক্স তাহের টিটু, বাটিয়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মিজানুর রহমান মিজান, বাটিয়া ইউনিয়ন যুবলীগ সাধারণ সম্পাদক আলা উদ্দিন প্রমুখ।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com