বুধবার, ১৫ মে ২০২৪, ০৯:৩৬ পূর্বাহ্ন
শিরোনাম ::
কালীগঞ্জে থামছে না কৃষি জমির মাটি কাটা কম খরচে লাভ বেশি হওয়ায় বাদাম চাষে আশার আলো দেখছেন কৃষকরা কমলগঞ্জ উপজেলা পরিষদ নির্বাচনে প্রার্থীদের প্রতীক বরাদ্দ সারেংকাঠী ও গুয়ারেখা ইউনিয়নে ঢল নেমেছে স্বচ্ছ মনের প্রার্থী আলহাজ্ব আঃ হকের পক্ষে শেরপুর পৌরসভার ভারপ্রাপ্ত মেয়র খোকনের দায়িত্ব গ্রহণ অধ্যক্ষ মুফতি মাওলানা বশির আহমদ উপজেলার পর এবার সিলেট বিভাগেরও শ্রেষ্ঠ মাদ্রাসা প্রধান কালীগঞ্জের আল-জাছির হলেন দেশ সেরা কালিয়ায় মক্কীনগর কবরস্থানের উদ্বোধন ও দোয়া মাহফিল ঈশ্বরগঞ্জে প্রতীক পেয়ে নির্বাচনী প্রচারণায় প্রার্থীরা আরমান হত্যার বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল ও মানবন্ধন

সর্বাবস্থায় পাকপবিত্র থাকা

আবরার নাঈম
  • আপডেট সময় সোমবার, ২৩ অক্টোবর, ২০২৩

দৈনিক পাঁচ ওয়াক্ত ফরজ সালাত ও বিভিন্ন নফল সালাত আদায়ের জন্য আমরা অজু করে থাকি। কারণ সালাতের পূর্বশর্ত হলো তাহারাত বা পবিত্রতা। আর পবিত্রতা হাসিলের মাধ্যম হচ্ছে অজু। যেমন হাদিসে শরিফে হজরত ইবনু উমার রা: থেকে বর্ণিত- রাসূলুল্লাহ সা: বলেন, ‘পবিত্রতা ছাড়া সালাত কবুল হয় না। আর হারাম উপায়ে প্রাপ্ত মালের সাদকাও কবুল হয় না।’ (তিরমিজি-১, ইবনে মাজাহ-২৭২) ভালোভাবে পবিত্রতা অর্জনকারীদের প্রশংসা : কুবা এলাকার অধিবাসীরা প্রাকৃতিক প্রয়োজন সেরে ভালোভাবে পবিত্রতা অর্জন করতেন এবং সবসময় পাক-সাফ থাকতেন। তাদের প্রশংসা করে আল্লাহ তায়ালা বলেন- ‘তাতে এমন সব লোক রয়েছে যারা উত্তমরূপে পবিত্র হওয়াকে ভালোবাসে। আর যারা উত্তমরূপে পবিত্রতা অর্জন করে আল্লাহ তাদের ভালোবাসেন।’ (সূরা তাওবাহ-১০৮) অন্যত্র আল্লাহ তায়ালা বলেন- ‘নিশ্চয়ই আল্লাহ তাওবাহকারীদের পছন্দ করেন এবং পছন্দ করেন উত্তমরূপে পবিত্রতা অর্জনকারীদের।’ (সূরা বাকারাহ-২২২)
অজুর মাধ্যমে অঙ্গ-প্রত্যঙ্গের উজ্জ্বলতা : অজুর মাধ্যমে চেহারা ও অন্যান্য অঙ্গ-প্রত্যঙ্গের উজ্জ্বলতা বৃদ্ধি পায়। যে যত বেশি অজু করবে কিয়ামত দিবসে তার চেহারার ঔজ্জ্বল্য ততই বৃদ্ধি পাবে। অজুর অঙ্গগুলো চমকাতে থাকবে এবং সেই উজ্জ্বলতা দেখেই নবীজী সা: তাঁর উম্মতকে চিনতে পারবেন। এক হাদিসে হজরত নুআইম আল মুজমির রহ: থেকে বর্ণিত- তিনি বলেন, আমি আবু হুরায়রা রা:-এর সাথে মসজিদের ছাদে উঠলাম। অতঃপর তিনি অজু করে বললেন, ‘আমি আল্লাহর রাসূল সা:-কে বলতে শুনেছি, ‘কিয়ামতের দিন আমার উম্মাতকে এমন অবস্থায় আহ্বান করা হবে যে, অজুর প্রভাবে তাদের হাত-পা ও মুখম-ল উজ্জ্বল থাকবে। তাই তোমাদের মধ্যে যে এ উজ্জ্বলতা বাড়িয়ে নিতে পারে, সে যেন তা করে।’ (বুখারি-১৩৬)
অজুর মাধ্যমে গুনাহ ঝরে যায় : হজরত আবু হুরায়রা রা: থেকে বর্ণিত- তিনি বলেন, রাসূলল্লাহ সা: বলেছেন, ‘যখন কোনো মু’মিন অথবা মুসলিম বান্দা অজু করে এবং মুখম-ল ধোয়, তার মুখম-ল হতে তার চোখের দ্বারা কৃত সব গুনাহ পানির সাথে অথবা পানির শেষ বিন্দুর সাথে দূর হয়ে যায়। যখন সে তার দু’হাত ধোয়, তার দু’হাতে কৃত সব গুনাহ তার হাত থেকে পানির সাথে অথবা পানির অবশিষ্ট বিন্দুর সাথে দূরীভূত হয়ে যায়। অতঃপর সে সব গুনাহ থেকে পবিত্র হয়ে যায়।’ (সুনানে তিরমিজি-২)
আল্লাহ তায়ালা আমাদের সর্বাবস্থায় পবিত্রতার হালতে থাকার এবং তার প্রিয় বান্দাদের কাতারে শামিল হওয়ার তাওফিক দান করুন। লেখক : শিক্ষার্থী, জামিয়া আরাবিয়া মাখযানুল উলুম, ময়মনসিংহ, সদর।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com