মঙ্গলবার, ২১ জানুয়ারী ২০২৫, ০১:৪৩ অপরাহ্ন

মানুষ একটা করে ঢিল দিলে আপনাদের অবস্থা ঠিক থাকবে না: জিএম কাদের

নিজস্ব প্রতিবেদক :
  • আপডেট সময় মঙ্গলবার, ২৪ অক্টোবর, ২০২৩

আওয়ামী লীগের উদ্দেশ্যে জাতীয় পার্টি চেয়ারম্যান জিএম কাদের বলেন, বিএনপি জামায়াত লাগবে না, ১৬ কোটি মানুষ একটা করে ঢিল দিলে আপনাদের অবস্থা ঠিক থাকবে না। আপনাদের অপকর্ম দেশ কতোদিন বয়ে বেড়াবে? গতকাল সোমবার জাতীয় পার্টি চেয়ারম্যানের বনানীস্থ কার্যালয়ে উপজেলা দিবসের আলোচনা সভায় জিএম কাদের বাণিজ্যমন্ত্রীর বক্তব্যের প্রসঙ্গ টেনে বলেন, দেশের চার কোটি না যারা আওয়ামী লীগ করেন ও এর সাথে সংশ্লিষ্ট তারা ইউরোপের মতো জীবন যাপন করছেন। শুনি একজন ওসিরও নাকি বিদেশে বাড়ি আছে। এই ইউরোপের জীবন যাত্রার মানুষ হবে এক কোটি। তিনি বলেন, আওয়ামী লীগ মুক্তিযুদ্ধের চেতনার কথা বলে বৈষম্য তৈরি করছে। দেশে প্রতি মাসে এক বিলিয়ন ডলার রিজার্ভ কমছে। শ্রীলঙ্কার অবস্থাও এতো খারাপ ছিল না। ব্যাংকগুলিতে সব খেলাপি ঋণ। ব্যাংকে টাকা নেই। টাকা নেই তাই সরকার টাকা ছাপছে। বাড়ছে মুদ্রাস্ফীতি। আলোচনা সভায় আরও উপস্থিত ছিলেন দলটির মহাসচিব বীর মুক্তিযোদ্ধা মুজিবুল হক চুন্ন, কেন্দ্রীয় নেতাসহ বিভিন্ন অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com