শনিবার, ১৮ জানুয়ারী ২০২৫, ০৪:৫২ অপরাহ্ন

মোরেলগঞ্জে বিশ্ব হাত ধোয়া দিবস উদযাপন উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভা

মোরেলগঞ্জ (বাগেরহাট) প্রতিনিধি
  • আপডেট সময় বৃহস্পতিবার, ২৬ অক্টোবর, ২০২৩

সারা দেশের ন্যায় বাগেরহাটের মোরেলগঞ্জে বিশ্ব হাত ধোয়া দিবস উপলক্ষে বনার্ঢ্য র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। দিবসটি উপলক্ষে ২৬ অক্টোবর (বৃহঃবার) সকালে উপজেলা প্রশাসন ও জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের আয়োজনে উপজেলা চত্বরে থেকে একটি র‌্যালি বের হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিন শেষে উপজেলা পরিষদ সভা কক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী অফিসার এম এম তারেক সুলতানের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান এ্যাড.শাহ-ই আলম বাচ্চু। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা ভাইস চেয়ারম্যান মোজাম্মেল হক মোজাম, মহিলা ভাইস চেয়ারম্যান ফাহিমা খানম। এসময়ে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আব্দুল্লাহ আল-জাবির,জনস্বাস্থ্য উপ প্রকৌশলী মনিরুল ইসলাম, আইসিটি কর্মকর্তা ত্রিদিপ সরকার। ২নং পঞ্চকরন ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আ:রাজ্জাক মজুমদার, ১০নং হোগলাবুনিয়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আকরামুজ্জামান হাওলাদার,মোরেলগঞ্জ প্রেস ক্লাবের সাবেক সাধারণ সম্পাদক ফজলুল হক খোকন,পৌর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এনায়েত করিম রাজিব, অর্থ সম্পাদক সাগর তালুকদার রনি, এনজিও প্রতিনিধি, শিক্ষক ও বিভিন্ন বিদ্যালয়ের ছাত্র-ছাত্রীরা উপস্থিত ছিলেন।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com