জাপানের সবচেয়ে বড় পর্যটন মেলা জাটা (ঔঅঞঅ) ট্যুরিজম এক্সপো ২০২৩ এ প্রথমবারের মত অংশ নিচ্ছে বাংলাদেশ। এশিয়ার অন্যতম বৃহৎ এ পর্যটন মেলায় বাংলাদেশকে প্রতিনিধিত্ত্ব করছে দেশের অন্যতম ইনবাউন্ড ট্যুর অপারেটর প্রতিষ্ঠান ট্যুর প্ল্যানার্স লিমিটেড । গত ২৬ অক্টোবর থেকে জাপানের ওসাকায় শুরু হওয়া ৪ দিনব্যাপী এ মেলা শেষ হবে ২৯ অক্টোবর। জাটা (ঔঅঞঅ) ট্যুরিজম এক্সপোতে বাংলাদেশের ট্যুর প্ল্যানার্সের হয়ে অংশ নিচ্ছেন প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা পরিচালক ফরিদুল হক, উপ -ব্যবস্থাপনা পরিচালক আরিফুল হক এবং পরিচালক অপারেশন্স তাহসীনুল হক।
প্রথমবারের মত জাটা (ঔঅঞঅ) ট্যুরিজম এক্সপোতে অংশগ্রহন প্রসঙ্গে ট্যুর প্ল্যানার্স লিমিটেডের প্রধান নির্বাহী কর্মকর্তা ড. তসলিম আমিন শোভন বলেন, এশিয়ার অন্যতম বৃহৎ এ পর্যটন মেলায় অংশ নিয়ে বাংলাদেশকে প্রতিনিধিত্ত্ব করতে পেরে সত্যি আমরা গর্বিত। মেলায় বাংলাদেশ ভিজিটের বিভিন্ন দিক তুলে ধরার পাশাপাশি বিমান বাংলাদেশ এয়ারলাইন্স ও বাংলাদেশ ট্যুরিজম বোর্ডের কার্যক্রমও প্রদর্শন করা হচ্ছে। বাংলাদেশ -জাপান দুই দেশের মানুষের মাঝে সেতুবন্ধন রচনা মেলায় ট্যুর প্ল্যানার্সের অংশ নেওয়ার অন্যতম উদ্দেশ্য। ইতিমধ্যে মেলা থেকে বেশ সাড়াও পাওয়া যাচ্ছে বলে জানান ড. তসলিম আমিন শোভন।