মিরসরাইয়ের অন্যতম সেচ্ছাসেবী সমাজ উন্নয়ন সংস্থা অনির্বাণ যুব ক্লাবের আয়োজনে ১ম অনির্বাণ যুব ক্লাবের মেধাবৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকালে উপজেলার করেরহাট ইউনিয়নের গেড়ামারা ফরেস্ট অফিস বাজারস্থ সংগঠনের আয়োজনে উক্ত মেধাবৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়। মেধাবৃত্তি পরীক্ষায় দ্বিতীয় শ্রেণি থেকে দশম শ্রেণি পর্যন্ত মিরসরাই উপজেলা’র ১নং করেরহাট, ২নং হিঙ্গুলী ইউনিয়ন এবং বারইয়ারহাট পৌরসভার প্রাথমিক, মাধ্যমিক বিদ্যালয়, কিন্ডারগার্টেন ও মাদ্রাসা’র ৩৮ টি শিক্ষা প্রতিষ্ঠানের ৮০৫ জন শিক্ষার্থী অংশ গ্রহণ করে। সকাল দশটা থেকে সাড়ে এগারোটা পর্যন্ত করেরহাট কামিনী মজুমদার উচ্চ বিদ্যালয় কেন্দ্রে অনুষ্ঠিত বৃত্তি পরীক্ষায় ১২ টি হলরুমে সংগঠনের সদস্য ও ১ জন শিক্ষক সহ ০২ জন করে ২৫ জন পর্যবেক্ষক দায়িত্ব পালন করে। পরীক্ষার কেন্দ্র পরিদর্শন করেন মিরসরাই উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি সাখাওয়াত উল্যাহ রিপন, প্রচার ও প্রকাশনা সম্পাদক কামরুল হোসেন, করেরহাট ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি সুলতান গিয়াসউদ্দিন জসিম, সাধারণ সম্পাদক শেখ সেলিম, যুগ্ম সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম, মহিউদ্দিন কিরণ, সাংগঠনিক সম্পাদক ডাক্তার জামাল উদ্দিন চৌধুরী, প্রচার সম্পাদক ডাক্তার মুহিন উদ্দিন, করেরহাট কামিনী মজুমদার উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক বাহার উদ্দিন ভূঁঞা, শান্তি নীড় সভাপতি আশরাফ উদ্দিন সোহেল, উদয়ন ক্লাবের সভাপতি আব্দুর রহিম, সাধারণ সম্পাদক মাকছুদ আলম শাহীন, জাগ্রত প্রতিভার সভাপতি শফিউল আজম মিলন, উত্তরা ট্রেডার্সের স্বত্বাধিকারী সাইফুল ইসলাম, হিঙ্গুলী ইউনিয়ন পরিষদের সদস্য সাইফুদ্দীন মাসুক, সাংবাদিক এম আনোয়ার হোসেন, কামরুল ইসলাম, দুর্বার প্রগতি সংগঠনের আজীবন সদস্য মোহাম্মদ আকতার হোসেন, গেড়ামারা (ফরেস্ট অফিস) সাদেক কোম্পানি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক কফিল উদ্দিন, পশ্চিম জোয়ার অভিযান ক্লাবের সাবেক সভাপতি সোলাইমান উদ্দিন বাদশা, যুবলীগ নেতা সাইফুল ইসলাম, অনির্বাণ যুব ক্লাবের সভাপতি সরোয়ার উদ্দিন, সাধারণ সম্পাদক শামীম ওসমান প্রমুখ। চলতি বছরের অক্টোবর মাসের প্রথম সপ্তাহে শুরু হয়ে ১৭ অক্টোবর তারিখে অনির্বাণ যুব ক্লাবের মেধাবৃত্তি পরীক্ষার নিবন্ধন কার্যক্রম সম্পন্ন হয়েছে। উক্ত মেধাবৃত্তি পরীক্ষায় সংগঠনের উপদেষ্টা দীন মোহাম্মদ দিলু পরীক্ষা নিয়ন্ত্রক, সংগঠনের কার্যকরী সদস্য বেলাল হোসেন বৃত্তি সচিব এবং সংগঠনের কার্যকরী সদস্য মাষ্টার আজিজুল হক কেন্দ্র প্রধান হিসেবে দায়িত্ব পালন করে।