শনিবার, ১৮ জানুয়ারী ২০২৫, ১১:১৪ পূর্বাহ্ন

লামায় শান্তি সমাবেশ

মোঃ তৈয়ব আলী (লামা) বান্দরবান
  • আপডেট সময় রবিবার, ২৯ অক্টোবর, ২০২৩

বান্দরবানের লামা উপজেলা আওয়ামী লীগের উদ্যোগে বিএনপি-জামায়াতের সকাল- সন্ধা হরতাল, আগুন সন্ত্রাস-নৈরাজ্য, হত্যাকান্ড, ষড়যন্ত্রমূলক অপরাজনীতির বিরুদ্ধে শান্তি সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। রবিবার (২৯ অক্টোবর) সকাল ১০ টায় উপজেলা পরিষদ চত্বরে বিক্ষোভ মিছিল শেষে উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও উপজেলা চেয়ারম্যান মোঃ মোস্তফা জামাল এর সভাপতিত্বে শান্তি সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। এসময় বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও পৌর মেয়র মোঃ জহিরুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক প্রদীপ কান্তি দাশ, পৌর আওয়ামী লীগ সভাপতি মোঃ রফিক, উপজেলা মহিলা আওয়ামী লীগ সভানেত্রী ফাতেমা পারুল প্রমূখ। এসময় উপজেলা ও পৌর আওয়ামী লীগ এবং সকল সহযোগি সংগঠনের সর্বস্তরের নেতা-কর্মীরা শান্তি সমাবেশ ও বিক্ষোভ মিছিলে যোগ দান করেন। বক্তারা বলেন, দেশ যখন এগিয়ে যাচ্ছে তখন বিএনপি জামায়াত সন্ত্রাসী কর্মকান্ড, জঙ্গিবাদ, নৈরাজ্য, অপরাজনীতি ও দেশ বিরোধী ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে। শান্তি সমাবেশে নৌকায় ভোট দিয়ে আগামি সংসদ নির্বাচনেও বীর বাহাদুর উশৈসিং কে বিজয়ী করার আহবান জানানো হয়।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com