শুক্রবার, ১৭ জানুয়ারী ২০২৫, ০৯:১৯ অপরাহ্ন

বিশৃঙ্খলা ও অপরাধ ঠেকাতে বটতলী স্টেশনে সিসি ক্যামেরা বসানো হচ্ছেঃ জিয়াউল হক চৌধুরী

দেলোয়ার হোসেন রশিদী (স্টাফ রিপোর্টার) চট্টগ্রাম
  • আপডেট সময় মঙ্গলবার, ৩১ অক্টোবর, ২০২৩

চট্টগ্রাম লোহাগাড়ার বটতলী মোটর স্টেশনে বিশৃঙ্খলা ও নানান অপরাধ ঠেকাতে ও যেকোন নাশকতা রোধে আইন প্রয়োগকারী সহায়ক ভূমিকা হিসেবে অতি দ্রুত সিসি ক্যামেরা স্থাপন করা হচ্ছে। ৩০ অক্টোবর সকাল ১১টার দিকে লোহাগাড়া উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ সভাকক্ষে আইন শৃঙ্খলা বিষয়ক মাসিক সভায় প্রধান অতিথির বক্তব্যে কমিটির উপদেষ্ঠা ও লোহাগাড়া উপজেলা পরিষদ চেয়ারম্যান জিয়াউল হক চৌধুরী বাবুল এসব কথাগুলো তুলে ধরেন। লোহাগাড়া উপজেলা সহকারি কমিশনার(ভূমি) নাজমুন লায়েলের সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন চট্টগ্রাম জেলা পরিষদ সদস্য, স্থানীয় সাংসদের একান্ত সচিব এরফানুল করিম চৌধুরী, উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান এম ইব্রাহীম কবির, মহিলা ভাইস চেয়ারম্যান জেসমিন আকতার, উপজেলা কৃষি অফিসার কাজি শফিউল ইসলাম, লোহাগাড়া থানার ওসি তদন্ত খায়রুল ইসলাম, উপজেলা নির্বাচন কর্মকর্তা আবদুল শুক্কুর, উপজেলা পিআইও মাহবুব আলম শাওন ভুঁইয়া, লোহাগাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সহকারি সার্জন ডাঃ আতিকুর রহমান, লোহাগাড়া প্রেস ক্লাব সভাপতি বীর মুক্তিযোদ্ধা নুরুল ইসলাম, চট্টগ্রাম পল্লী বিদ্যুৎ সমিতির লোহাগাড়া জোনাল অফিসের ডিজিএম মোঃ শাহজাহান, উপজেলা আওয়ামী লীগ নেতা এইচ এম গনি সম্রাট, বড়হাতিয়া ইউপির চেয়ারম্যান বিজয় কুমার বড়ুয়া, লোহাগাড়া সদর ইউপির চেয়ারম্যান আলহাজ্ব নুরুচ্ছাফা চৌধুরী, কলাউজান ইউপি চেয়ারম্যান আলহাজ্ব এম এ ওয়াহেদ, পদুয়া ইউপির চেয়ারম্যান হারুনর রশিদ, প্ুুটিবিলা ইউপির চেয়ারম্যান জাহাঙ্গীর হোসেন মানিক, আমিরাবাদ ইউপি চেয়ারম্যান এসএম ইউনুচ, আধুনগর ইউপির চেয়ারম্যান নাজিম উদ্দিন, উপজেলা প্রকৌশলী ইফরাত বিন মুনীর। সভায় লোহাগাড়ার বিভিন্ন উন্নয়নমুলক কর্মকান্ড নিয়ে আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণসহ বিভিন্ন বিষয়ে আলোচনা করা হয়। এছাড়াও উপজেলার সকল দপ্তরের কর্মকর্তা, জনপ্রতিনিধি, সাংবাদিকসহ অন্যানারা উপস্থিত ছিলেন।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com