‘স্মার্ট যুব, সমৃদ্ধ দেশ, বঙ্গবন্ধুর বাংলাদেশ’-এ প্রতিপাদ্য সামনে রেখে নোয়াখালীর কবিরহাটে জাতীয় যুব দিবসে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা প্রশাসন ও যুব উন্নয়ন অধিদপ্তর, কবিরহাট, নোয়াখালীর আয়োজনে বুধবার (০১ নভেম্বর) সকাল ১০ ঘটিকায় কবিরহাট উপজেলা পরিষদ চত্বরে এক র্যালিটি বিভিন্ন সড়ক প্রাক শেষে পরিষদ চত্বরে এসে শেষ হয়। পরে উপজেলা পরিষদ অডিটোরিয়ামে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা ফাতিমা সুলতানার সভাপতিত্বে র্যালি ও আলোচনা সভার শুরুতে স্বাগত বক্তব্য রাখেন, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা জাহিদ হোসেন। উপজেলা যুব উন্নয়ন অধিদপ্তর কবিরহাট, নোয়াখালীর অফিস সহকারী শহিদ উল্যার সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা ফাতিমা সুলতানা, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা শুব্রত রায়, সমাজ সেবা কর্মকর্তা হাফিজুর রহমান, সাংবাদিক রেজাউল করিম, নুর আলম বিপ্লব, মোঃ সেলিম, উদ্যোক্তা আকবর হোসেন, নুর নবী উজ্জ্বল, আব্দুল্লাহ আল রায়হান, শিরিন আক্তার প্রমূখ। আলোচনা সভা শেষে যুব পুরস্কার প্রদান, যুব ঋণ ও প্রশিক্ষণ সনদ বিতরণ করা হয়। এসময় যুব কর্মকা-ে উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপনের স্বীকৃতিস্বরূপ এ বছর ৯টি যুব সংগঠনকে ক্রেষ্ট প্রদান, আতœ কর্ম সংস্থান সৃষ্টির লক্ষে ১৭ জনকে ৯লাখ ৭০ হাজার টাকা ঋণ প্রদান, দুটি যুব সংগঠনের মাঝে নিবন্ধন সনদ ও ৫ জন প্রশিক্ষণার্থীকে প্রশিক্ষণ সনদ দেওয়া হয়।