বুধবার, ২৭ নভেম্বর ২০২৪, ০৭:৪১ পূর্বাহ্ন
শিরোনাম ::
ব্যবসায়ীদের সরকারের সঙ্গে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান অধ্যাপক ইউনূসের রাষ্ট্রপতির কাছে সুপ্রিম কোর্টের বার্ষিক প্রতিবেদন পেশ প্রধান বিচারপতির দেশমাতৃকার বিরুদ্ধে দেশী-বিদেশী চক্রান্ত থেমে নেই: তারেক রহমান তুর্কি রাষ্ট্রদূতের সাথে জামায়াতের সৌজন্য সাক্ষাৎ চিন্ময় সমর্থক জঙ্গীদের হামলায় আইনজীবী সাইফুল ইসলাম নিহত অভ্যন্তরীণ বিষয় হস্তক্ষেপ: চিন্ময় ইস্যুতে ভারতের উদ্যোগ শাপলা চত্বরে গণহত্যায় হাসিনাসহ ৫০ জনের বিরুদ্ধে অভিযোগ আমরা চাই না ছাত্র ভাইদের কঠোর হয়ে দমন করতে : স্বরাষ্ট্র উপদেষ্টা রাষ্ট্রদ্রোহের ঘটনায় যুক্ত থাকলে ছাড় দেয়া হবে না : আসিফ মাহমুদ মানুষ কেন তাদের ওপর বিক্ষুব্ধ, গণমাধ্যমের তা স্পষ্ট করা উচিত : নাহিদ ইসলাম

প্রধানমন্ত্রীর আগমন উপলক্ষে প্রস্তুতি সভায় এমপি হানিফ

কাইছার হামিদ মহেশখালী
  • আপডেট সময় বুধবার, ১ নভেম্বর, ২০২৩

১৩ নভেম্বর মহেশখালীতে প্রধানমন্ত্রীর আগমন উপলক্ষে মাতারবাড়ী কিং অব মাতারবাড়ী কনভারশন হলে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাহবুব আলম হানিফ এমপি। ১ লা নভেম্বর বুধবার সকাল ১০ ঘটিকার সময় কক্সবাজার মহেশখালীতে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী ও আওয়ামীলীগের সভানেত্রী শেখ হাসিনা আগমন উপলক্ষে এক প্রতিনিধি ও প্রস্তুতি সভা আয়োজন করা হয়। উক্ত প্রস্তুতি সভায় আলীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব আলম হানিফ এমপি। বক্তব্যে তিনি বলেন আজ প্রস্তুতি সভার উপস্থিতি দেখে প্রচুর উৎসাহিত হয়ে মাতারবাড়ীর প্রতি জননেত্রী শেখ হাসিনা’র খুবই আস্থা আছে বলে দেশের মেগাপ্রকল্পগুলি এখানে করেছেন। তিনি আরো বলেন দ্বীপ মহেশখালীকে এত ভালোবাসে বলে আজ মাতারবাড়ীতে জনসভার স্থান নির্ধারণ করেছেন। আগামী ১৩ নভেম্বর জনসভা সফল করতে সকল নেতৃবৃন্দকে আন্তরিকতার সহিত কাজ করার আহ্বান করেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় সংসদের হুইপ ও সাংগঠনিক সম্পাদক আবু সাঈদ আল মাহমুদ স্বপন, এডভোকেট সিরাজুল মোস্তফা, প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন জেলা আলীগের সভাপতি এডভোকেট ফরিদুল ইসলাম চৌধুরী। সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কক্সবাজার-০২(মহেশখালী-কুতুবদিয়া)র সাংসদ আলহাজ্ব আশেক উল্লাহ রফিক, কক্সবাজার-০১ (চকরিয়া-পেকুয়া)র জাফর আলম, কক্সবাজার-০৮ সংরক্ষিত মহিলা আসনের সাংসদ কানিজ ফাতেমা আহমেদ। উক্ত সভাপতিত্ব করেন মহেশখালী উপজেলা আলীগের সভাপতি আলহাজ্ব আনোয়ার পাশা, সঞ্চলনা করেন উপজেলা আলীগের সাধারণ সম্পাদক তারেক বিন ওসমান শরীফ। এছড়া উপস্থিত ছিলেন শাপলাপুর ইউপি চেয়ারম্যান এডভোকেট আব্দুল খালেক চৌধুরী, কুতুবজোম ইউপি চেয়ারম্যান এডভোকেট শেখ কামাল, ছোট মহেশখালী ইউপি চেয়ারম্যান রিয়ান সিকদার, ধলঘাটা ইউপি চেয়ারম্যান আহছান উল্লাহ বাচ্চু, মাতারবাড়ী ইউপির সাবেক চেয়ারম্যান মাষ্টার মোহাম্মদ উল্লাহ, কুতুবজোম ইউপির সাবেক চেয়ারম্যান মোশারফ হোসেন খোকন, হোয়ানক ইউপির সাবেক চেয়ারম্যান মোস্তফা কামাল। উপজেলা যুবলীগের সভাপতি শাহাজান ও সাধারণ সম্পাদক সাজেদুল করিম, উপজেলা কৃষক লীগের সাধারণ সম্পাদক আবু ছালেহ, যুবলীগ নেতা সেলিম উল্লাহ সেলিম, উপজেলা শ্রমিক লীগের সাংগঠনিক সম্পাদক আবু মুসা কলিমুল্লাহ। এতে জেলা, উপজেলা আলীগ ও অঙ্গসংগঠনের নেতৃবৃরা বক্তব্য রাখেন। উক্ত প্রতিনিধি সভা সফল ও স্বার্থক করতে মাতারবাড়ী ইউনিয়ন আলীগের সভাপতি জিএম ছমি উদ্দীন ও সাধারণ সম্পাদক এবং ইউপি চেয়ারম্যান আবু হায়দার অক্লান্ত পরিশ্রম করেছেন বলে জানা গেছে।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com