মঙ্গলবার, ১৯ নভেম্বর ২০২৪, ১১:১৪ পূর্বাহ্ন

সূচকের পতন শেয়ারবাজারে

খবরপত্র ডেস্ক:
  • আপডেট সময় বৃহস্পতিবার, ২ নভেম্বর, ২০২৩

দেশের শেয়ারবাজারে সপ্তাহের শেষ দিন বৃহস্পতিবার (২ নভেম্বর) সূচকের পতনের মধ্য দিয়ে লেনদেন শেষ হয়েছে। এদিন আগের দিনের চেয়ে লেনদেন বেড়েছে। বাজারে অপরিবর্তিত ছিল অধিকাংশ কোম্পানির শেয়ার ও ইউনিট দর। বাজার পর্যালোচনায় দেখা গেছে, ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স আগের দিনের চেয়ে ৫ পয়েন্ট কমে ৬ হাজার ২৬৭ পয়েন্টে অবস্থান করছে। ডিএসই শরীয়াহ সূচক ১ পয়েন্ট কমে ১ হাজার ৩৫৯ পয়েন্টে, ডিএস৩০ সূচক শূন্য দশমিক ২৩ পয়েন্ট কমে ২ হাজার ১৩৩ পয়েন্টে দাঁড়িয়েছে। ডিএসইতে মোট ৩১৩টি কোম্পানির শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। এর মধ্যে দর বেড়েছে ৫৬টি কোম্পানির। দরপতন হয়েছে ৮৪টির এবং অপরিবর্তিত রয়েছে ১৭৩টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিটের দর।
ডিএসইতে মোট ৪৪৩ কোটি ৬ লাখ টাকা লেনদেন হয়েছে। আগের কার্যদিবসে লেনদেন হয়েছিল ৩৭২ কোটি ২৭ লাখ টাকা। এদিকে, চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সার্বিক সূচক সিএএসপিআই ২৩ পয়েন্ট কমে ১৮ হাজার ৫৭৩ পয়েন্টে অবস্থান করছে। এ ছাড়া, সিএসসিএক্স ১০ পয়েন্ট কমে ১১ হাজার ১০৮ পয়েন্টে এবং সিএসই৩০ সূচক ৭ পয়েন্ট কমে ১৩ হাজার ৩৮২ পয়েন্টে অবস্থান করছে।
সিএসইতে ১৫০টি কোম্পানির শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। এর মধ্যে দর বেড়েছে ৩৩টির, কমেছে ৪৮টির এবং অপরিবর্তিত আছে ৬৯টির। দিন শেষে সিএসইতে ১১ কোটি ৯৯ লাখ ৫৩ হাজার টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com