শনিবার, ১৮ জানুয়ারী ২০২৫, ০৮:০৯ পূর্বাহ্ন

গাজা যুদ্ধ: একে একে মরতে শুরু করেছে ইসরাইলের সৈন্যরা

খবরপত্র ডেস্ক:
  • আপডেট সময় শুক্রবার, ৩ নভেম্বর, ২০২৩

গত মাসের ৭ তারিখে শুরু হয়েছে ইসরাইল-ফিলিস্তিন যুদ্ধ। আজ এক মাস হতে চলেছে। এখনো বড় ধরনের কোনো সাফল্য অর্জন করতে পারেনি ইসরাইল। কাঙ্ক্ষিত লক্ষ্য অর্জনে ব্যর্থ হয়েই গাজাকে মৃত্যুপুরী বানাতে মরিয়া হয়ে ওঠেছে তারা। আর তাই সর্বাত্মক যুদ্ধ শুরু করেছে। এতেই একে একে মরতে শুরু করেছে তাদের সৈন্যরা। ইসরাইলি বাহিনী এখন গাজা সিটির দিকে অগ্রসর হতে শুরু করেছে। তাদের এক মুখপাত্র দাবি করেছেন, তারা গাজা সিটির চারদিক ঘিরে ফেলেছে। তবের এর জন্য তাদের অনেক সৈন্যের নজরানা
হামাস নিয়ন্ত্রিত গাজায় ইসরাইলের বিমান হামলায় নিরীহ নাগরিকদের নিহতের সংখ্যা দিন দিন বেড়েই চলেছে। এ যুদ্ধে ইসরাইলের প্রতি নগ্ন সমর্থনের কারণে আন্তর্জাতিক নিন্দা মুখেও পড়তে হয়েছে যুক্তরাষ্ট্রকে। এরই মধ্যে আবার ইসরাইলে গেলেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী অ্যান্তনি ব্লিঙ্কেন। গতকাল শুক্রবার (৩ অক্টোবর) সকালে তিনি তেল আবিব পৌঁছেছেন বলে জানিয়েছে মার্কিন গণমাধ্যম সিএনএন। এ সফরে তার সাথে ইসরাইলে নিযুক্ত যুক্তরাষ্ট্রের নতুন রাষ্ট্রদূত জ্যাক লিউ রয়েছেন।
বাহরাইনের পার্লামেন্টের নিম্নকক্ষ বৃহস্পতিবার ইসরাইল-হামাস যুদ্ধের জন্য ইসরাইলের সাথে অর্থনৈতিক সম্পর্ক স্থগিত এবং উভয় পক্ষের রাষ্ট্রদূতদের প্রত্যাহারের ঘোষণা দিয়েছে। বাহরাইনের সরকারের গণমাধ্যম শাখা ন্যাশনাল কমিউনিকেশন সেন্টার (এনসিসি) ‘কিছু সময় আগে’ রাষ্ট্রদূতদের ফিরে আসার বিষয়টি নিশ্চিত করেছে, কিন্তু বাণিজ্য সম্পর্কের বিষয়ে কিছু জানায়নি।’
ইসরাইলের পররাষ্ট্র মন্ত্রণালয় বলেছে, ২০২০ সালে ইসরাইলের সাথে কূটনৈতিক সম্পর্ক স্থাপনকারী মার্কিন মিত্র বাহরাইনের কোনো সিদ্ধান্তের বিষয়ে তাদের অবহিত করা হয়নি। বাহরাইন সংসদের একটি বিবৃতিতে বলা হয়েছে, ‘প্রতিনিধি পরিষদ নিশ্চিত করেছে যে, ইসরাইলি রাষ্ট্রদূত বাহরাইন ত্যাগ করেছেন এবং ইসরায়েল থেকে বাহরাইনের রাষ্ট্রদূতকে দেশে ফিরিয়ে আনার সিদ্ধান্ত নিয়েছে।’
নিম্নকক্ষের বিবৃতিতে বলা হয়েছে, ‘ইসরাইলের সাথে অর্থনৈতিক সম্পর্কও স্থগিত করা হয়েছে।’ বিবৃতিতে বলা হয়েছে, ‘ফিলিস্তিনিদের সমর্থনে এবং ভ্রাতৃপ্রতীম ফিলিস্তিনি জনগণের বৈধ অধিকারের সমর্থনে’ এই পদক্ষেপ নেয়া হয়েছে। পার্লামেন্টের প্রথম ডেপুটি স্পিকার আবদুলনবি সালমান এএফপি’কে সিদ্ধান্তের বিষয়টি নিশ্চিত করে বলেছেন, ‘গাজার চলমান সংঘাত নীরবতা সহ্য করা যায় না।’ এনসিসি বলেছে, অবরুদ্ধ ফিলিস্তিনি ভূখন্ডে ‘বেসামরিকদের জীবন রক্ষায় এই পর্যায়ে অগ্রাধিকার দিতে হবে।’ ২০২০ সালে মার্কিন-মধ্যস্থতায় আব্রাহাম চুক্তির অংশ হিসেবে বাহরাইন এবং ইসরাইল কূটনৈতিক সম্পর্ক স্থাপন করে। চুক্তির অধীনে, ইসরাইল সংযুক্ত আরব আমিরাত এবং মরক্কোর সাথেও সম্পর্ক স্থাপন করে। ইসরাইলের পররাষ্ট্র মন্ত্রণালয় বলেছে, ‘আমরা স্পষ্ট করতে চাই যে, বাহরাইন সরকার এবং ইসরায়েল সরকারের কাছ থেকে এই দেশগুলোর রাষ্ট্রদূতদের ফেরত পাঠানোর বিষয়ে কোনো ঘোষণা বা সিদ্ধান্ত পাওয়া যায়নি।’ মন্ত্রণালয় বলেছে, ‘ইসরাইল এবং বাহরাইনের মধ্যে সম্পর্ক স্থিতিশীল’ রয়েছে।
ইসরাইলে হামাস যোদ্ধাদের হামলার পর থেকে, ইসরাইল গাজা উপত্যকায় অবিরাম বোমাবর্ষণ করেছে এবং একটি আক্রমণে স্থল সেনা পাঠিয়েছে।
হামাস পরিচালিত স্বাস্থ্য মন্ত্রণালয় বলছে, ইসরাইলের বেপরোয়া বিধ্বংসী হামলায় গাজায় ৯,০০০-এরও বেশি লোক নিহত হয়েছে। তাদের দুই-তৃতীয়াংশ নারী ও শিশু। বাহরাইনে সাম্প্রতিক সপ্তাহগুলোতে ইসরাইলের প্রতিশোধমূলক হামলার নিন্দা জানিয়ে বেশ কয়েকটি বিক্ষোভ দেখা গেছে। সূত্র : আলজাজিরা




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com