পুলিশ জনতা ঐক্য গড়ি, স্মার্ট বাংলাদেশ গড়ে তুলি”এই প্রতিপাদ্যের আলোকে সারাদেশের ন্যায় গলাচিপা থানা পুলিশের ব্যাপক আয়োজনে ৪ঠা নভেম্বর/২৩ শনিবার থানা কমপ্লেক্স থেকে বাংলাদেশ পুলিশ বাহিনী, রাজনৈতিক নেতৃবৃন্দ, সুধী, জনপ্রতিনিধি, কমিউনিটি পুলিশ, ইউনিয়ন, পৌর, উপজেলা কমিটির সদস্যের সমন্বয়ে এক বর্ণাঢ্য র্যালি মিছিল বের করে। রেলি মিছিলটি পৌর সদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন শেষে থানা কমপ্লেক্সে শেষ হয়।পরে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন গলাচিপা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শোনিত কুমার গায়েন। প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ মহিউদ্দিন আল হেলাল,সহকারি পুলিশ সুপার মো: মোরশেদ তোহা, সহকারী কমিশনার ভূমি মোঃ নাসিম রেজা, আলীগের সভাপতি অধ্যাপক সন্তোষ দে, আওয়ামীলীগের সাবেক সভাপতি ও সাবেক উপজেলা চেয়ারম্যান মোঃ হারুন-অর রশিদ, আ:লীগের সহ-সভাপতি আজিজুর রহমান বাবুল ভুইয়া, যুগ্ম সাধারণ সম্পাদক সরদার মু. শাহ আলম, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান ওয়ানা মারজিয়া নিতু, আওয়ামী লীগ নেতা ও বণিক সমিতির সভাপতি হাজী শাজাহান মিয়া,বিশিষ্ট সাংবাদিক শংকর লাল দাস। অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রেসক্লাব সভাপতি মু. খালিদ হোসেন মিলটন, আটখালী মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও সাংবাদিক সমিত কুমার দত্ত মলয়সহ ইলেকট্রনিক্স ও প্রিন্ট মিডিয়ার গণমাধ্যম কর্মীরা।