শনিবার, ১৮ জানুয়ারী ২০২৫, ০৭:৪৫ পূর্বাহ্ন

হিউম্যান এইড ইন্টারন্যাশনালের বান্দরবান জেলা কমিটির মতবিনিময়

তৈয়ব আলী (লামা) বান্দরবান
  • আপডেট সময় শনিবার, ৪ নভেম্বর, ২০২৩

আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা ‘হিউম্যান এইড ইন্টারন্যাশনাল’ বান্দরবান জেলা শাখার উদ্যোগে এক মতবিনিময় সভা শনিবার (৪ অক্টোবর) সকাল ১১টায় লামা উপজেলা মুক্তিযোদ্ধা ভবনের দ্বিতীয় তলাস্থ হলরুমে অনুষ্ঠিত হয়েছে। সংস্থার বান্দরবান জেলা কমিটির সভাপতি মো. হেলাল উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠিত মতবিনিময় সভায় প্রধান অতিথি ছিলেন, সংস্থার কক্সবাজার জেলা কমিটির সভাপতি সাইদুল হক চৌধুরী। এতে বান্দরবান জেলা কমিটির সাধারণ সম্পাদক এ্যাডভোকেট সাদ্দাম হোসেন রাকিব, কক্সবাজার জেলা কমিটির মহিলা বিষয়ক সম্পাদক ফাতেমা বেগম রানী ও অর্থ সম্পাদক সাজমুন্নাহার বুলু, লামা রিপোর্টার্স ক্লাবের সভাপতি মোঃ তৈয়ব আলী, ফাঁসিয়াখালী ইউনিয়ন যুব মহিলা লীগের সভাপতি রোকেয়া বেগম কাজল প্রমুখ অতিথি ছিলেন। মতবিনিময় সভায় স্থানীয় সাংবাদিক, ব্যাবসায়ী, আইনজীবি, রাজনৈতিক নেতৃবৃন্দ প্রমুখ অংশ প্রহন করেন। সভায় সংস্থার লক্ষ্য উদ্দেশ্য ও বান্দরবান জেলার পুর্ণাঙ্গা কমিটি গঠনের বিষয়ে বিস্তারিত আলোচনা হয়।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com