দেশের সীমান্ত ঘেষা নাকুগাও স্থল বন্দরের শ্রমিক ইউনিয়নের ত্রিবার্ষিক নির্বাচনে সীমান্তে বইছে ঈদের আমেজ। টানা ১ মাসের নির্বাচনী আমেজ আজ নির্বাচনের মধ্যে দিয়ে শেষ হচ্ছে। বন্দরের লোড আনলোড শ্রমিক ইউনিয়নের ৪৫৪৬ এর আজ ত্রিবার্ষিক নির্বাচন। সকাল ৯ টায় শুরু হয় ভোট গ্রহন। প্রতি ৩ বছর পর পর এই নির্বাচন অনুষ্ঠিত হয়। এবার বিএনপি জামায়াতের কঠোর অবরোধ কর্মসূচি থাকার পরেও বিপুল সংখ্যক পুলিশ নিরাপত্তা দিচ্ছে। ভোট গ্রহন চলবে বিকালি ৪টা পর্যন্ত। এতে মোট ১৩ টি পদের বিপরীতে ৩১ জন প্রার্থী প্রতিদ্বন্দিতা করছেন। নির্বাচনে মোট ৭৯০ জন ভোটার ভোট প্রদান করছেন। নালিতাবাড়ি পুলিশ জানিয়েছে, এটা দেশের একটা গুরুত্বপুর্ণ বাণিজ্যিক এলাকা। তাই এখানে উৎসব যেন আনন্দের থাকে তার জন্য নেয়া হয়ে পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা। এবার ৯ সদস্য বিশিষ্ট নির্বাচন কমিশনের প্রধান হিসেবে দায়িত্ব পালন করছেন নাকুগাঁও স্থলবন্দর কয়লা,পাথর আমদানীকারক সমিতির সভাপতি বীরমুক্তিযুদ্ধা মোস্তাফিজুর রহমান মুকুল। তিনি বলেন, নাকুগাঁও স্থলবন্দর শেরপুর জেলার একটি গুরুত্বপূর্ণ বন্দর। এই বন্দর দিয়ে ভারত, ভুটান সহ বিভিন্ন দেশ থেকে পণ্য আমদানি ও রপ্তানি করা হয়। এই শ্রমিকরাই বন্দরের প্রাণ। তাদের নেতৃত্ব নির্বাচনে আমরা একটি সুষ্ঠু নির্বাচনে কাজ করছি। সভাপতি পদের প্রার্থী আলম মিয়া বলেন, নির্বাচন সুষ্ঠু ভাবে চলছে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা উপস্থিত আছেন। আশাকরি সুষ্ঠু নির্বাচন হবে। আশাকরি আমি আমার সভাপতি হিসেবে নির্বাচিত হবো। দায়িত্বরত পুলিশের উপ-পরিদর্শক রেজাউল করিম বলেন, আমরা সকাল থেকে দায়িত্ব পালন করছি। কোন অপ্রীতিকর ঘটনা ঘটেনি। উল্লেখ্য, শ্রমিক ইউনিয়নের এই তালিকাভুক্ত শ্রমিক ছাড়াও এই বন্দরে দৈনিক ভিত্তিতে আরও প্রায় ৪হাজার শ্রমিক কাজ করে। এই শ্রমিক ইউনিয়ন প্রায় ৫ হাজার শ্রমিকের অধিকার নিয়ে কাজ করে বলে এলাকায নির্বাচন ঘিরে বইছে ঈদের আমেজ।