উইলিয়ামসনের ব্যাটে রান বন্যা চলছেই। ২১ দিন পর ব্যাট হাতে মাঠে ফিরেই দেখা দিলেন স্বরূপে। অপেক্ষায় ছিলেন ওয়ানডে ক্যারিয়ারের ১৪তম সেঞ্চুরির। যদিও তা হয়নি, ৯৫ রানে থামতে হয় তাকে। তবে টানা তিন হারে বিধ্বস্ত দলটকে নেতৃত্ব দিচ্ছেন সামনে থেকেই। বড় সংগ্রহের পথে নিউজিল্যান্ড।
তবে উইলিয়ামস নয়, রাচিন রাবিন্দ্রই বেশি আলো কেড়ে নিয়েছেন। দুর্দান্ত ছন্দে থাকা এই ব্যাটার আবারো পেয়েছেন তিন অংকের দেখা। এক ইনিংস পর আবারো ব্যাট উঁচিয়ে ধরেছেন বিশ্বকাপের বিস্ময় এই কিউই অলরাউন্ডার। এই নিয়ে আসরে তিনবার। ৯৪ বলে ১০৮ করে আউট হন রাচিন।
দু’জনের যুগলবন্দীতে বড় সংগ্রহের পথে কিউইরা। ৩৬ ওভারে ৩ উইকেট হারিয়ে তুলেছে ২৬১ রান। চেন্নাস্বামীতে টসে হেরে ব্যাট করতে নেমে ১০.৫ ওভারে প্রথম উইকেট হারায় নিউজিল্যান্ড। কনওয়ে ফেরেন ৩৫ রান করে। এরপর সেখান থেকে ১৮০ রানের জুটি গড়েন রাচিন ও উইলিয়ামসন। ৩৬তম ওভারে এসে ভাঙে এই জুটি।