পলাশবাড়ীর পল্লীতে জমি সুরক্ষা আইন অমান্য করে বালু উত্তোলন পূর্বক বিক্রি করে এক ব্যক্তির ১০ শতাংশ ফসলি জমির ক্ষতিসাধনের অভিযোগে পলাশবাড়ী উপজেলা নির্বাহী অফিসার বরাবরে লিখিত অভিযোগ দাখিল হয়েছে। ঘটনাটি ঘটেছে উপজেলার হরিনাথপুর ইউপির ভেলাকোপা গ্রামে। প্রাপ্ত অভিযোগে জানা গেছে, উক্ত গ্রামের মাজেদার রহমান সরকারের ছেলে আহসানুল কবির বিটুর সাথে একই গ্রামের মোফাজ্জল হোসেন সরকারের ছেলে বিবাদী জহুরুল হক গংদের, দীর্ঘদিন যাবত জমির জমা সংক্রান্ত বিরোধের জেরে মামলা মোকদ্দমা চলে আসছিল। এরইধারাবাহিকতায়বিবাদী জহুরুল হক গংরা, আহসানুল কবির বিটুর ফসলি জমির ৩ পাশে পাড় না দিয়ে একটি পুকুর খনন করে বালি বিক্রি করে। ফলে বিটুর আবাদি জমি খানা ওই পুকুরের মাঝে পড়ে পানির তোড়ে কমপক্ষে ৮-৯ টি স্থানে ফসল বিনষ্ট হয়ে খানাখন্দে পরিণত হয়। এ ব্যাপারে ক্ষতিগ্রস্ত জমির মালিক বিটু, বালি উত্তোলনে মৌখিক বাধা-নিষেধ করলে বিবাদী জহুরুল হক গংরা ক্ষিপ্ত হয়ে বিটুকে প্রাণনাশ সহ বিভিন্ন প্রকার ভয় ভীতি প্রদর্শন করে। ফলে আইনের প্রতি শ্রদ্ধা রেখে গত ৩০/১০/২০২৩ তারিখে আহসানুল কবির বিটু বাদি হয়ে পলাশবাড়ী উপজেলা নির্বাহী অফিসার বরাবরে একখানি লিখিত অভিযোগ দায়ের করে। অভিযোগ করার বিষয়টি জানতে পেরে বিবাদিরা আরও ক্ষিপ্ত হয়ে বিভিন্ন প্রকার হুমকি প্রদান অব্যহত রেখেছে।