সোমবার, ২৫ নভেম্বর ২০২৪, ০৪:৪৮ অপরাহ্ন

শেরে বাংলা পিস এ্যাওয়ার্ড পেলেন মিরসরাইয়ের আবদুর রহিম

কামরুল ইসলাম (মিরসরাই) চট্টগ্রাম
  • আপডেট সময় সোমবার, ৬ নভেম্বর, ২০২৩

শেরে বাংলা এ.কে ফজলুল হক গবেষণা পরিষদ এর উদ্যোগে সমাজ সেবায় বিশেষ অবদানের জন্য সম্মাননা প্রদান করা হয় চট্টগ্রাম জেলার মিরসরাইয়ের কৃতি সন্তান আবদুর রহিম। তার বাড়ি মিরসরাই উপজেলার করেরহাট ইউনিয়নের ছত্তরুয়া গ্রামে। গত শুক্রবার ( ৩রা নভেম্বর ) রাজধানীর হোটেল প্যান প্যাসিফিক সোনারগাঁয় শেরে বাংলা একে ফজলুল হক ১৫০ তম জন্মবার্ষিকী উদযাপন উপলক্ষে আলোচনা সভা গুণীজন সংবর্ধনা ও সংস্কৃতি অনুষ্ঠানে সম্মাননা তুলে দেন অতিথিবৃন্দ। শেরে বাংলা এ.কে ফজলুল হক গবেষণা পরিষদের মহাসচিব আরকে হারুন এর সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সাবেক স্বরাষ্ট্র মন্ত্রী মহিউদ্দিন খান আলমগীর (এমপি)। বিশেষ অতিথি হিসেবে ছিলেন আব্দুল মুক্তাদির চৌধুরী (এমপি), সোহেল রানা বীরমুক্তিযোদ্ধা, বিচারপতি নিজাম উদ্দিন সহ অন্যান্যরা। উল্লেখ্য, আবদুর রহিম স্বনামধন্য সামাজিক সংগঠন উদয়ন ক্লাবের সভাপতি এবং করেরহাট বাজার পরিচালনা কমিটির সহ-সভাপতি হিসেবে সুনামের সঙ্গে দায়িত্ব পালন করে আসছেন। এছাড়াও তিনি বিভিন্ন সামাজিক কর্মকা-ে নিজেকে জড়িত রেখে জনগণের পাশে থেকেছেন।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com